ঈদ মোবারক 🕌 || ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদের আনন্দ।

in #steemexclusive2 years ago (edited)

image.png

ঈদ মোবারক 🕌 || ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদের আনন্দ।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদের আনন্দ
mosque-5075059_1280.webp

সংগ্রহশালা
ঈদ মোবারক 🕌
সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। সবার জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, উৎফুল্ল হৃদয়ে এই কামনা করছি। নিশ্চয়ই সবাই ভীষণ ব্যাস্ত, আমিও বেশ ব্যাস্ত সময় পার করছি।

আজ খুব ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সামান্য কিছু মিষ্টি খাবার খেয়ে ঈদগাহ মাঠে দিকে ছুটে গিয়েছিলাম ঈদের নামাজ আদায় করতে, আর সাথে ছিল @limon88। আসলে গতকাল থেকেই আমাদের পরিকল্পনা ছিল একসাথে ঈদের নামাজ আদায় করবো। সকাল আটটার সময় ঈদের নামাজ ছিল তাই সাড়ে সাতটার দিকে দুজন একত্র হয়ে মসজিদের উদ্দেশ্য যাত্রা করলাম।
যথারীতি নামাজ শেষ করে আবারো কিছুটা খাবার খেলাম, এখন আমার একজন নিকট আত্মীয়ের বাসায় যাবার প্রস্তুতি নিচ্ছি। সারাদিন বেশ ভরপেট খাওয়া দাওয়া হবে আজ 😋

IMG20230422102054~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
আমাদের পরিবারের ছোট্ট সদস্যটি নতুন পায়জামা পাঞ্জাবি আর জুতা পরে পুরো ঘর দাপিয়ে বেড়াচ্ছেন। আর আমার দেয়া ঈদ সালামি পেয়ে ভীষণ খুশি। অনেক চেষ্টা করে পাঞ্জাবির পকেটে রাখতে পেরেছে। আবার বের করে নিয়ে দাঁড়িয়ে ছবিতে বেশ পোজ দিয়েছেন। আর ঈলমা কিছুক্ষণ আগেই ওর খালামনির বাসায় চলে গেছে। তবে বিকেলের দিকে সবাইকে নিয়ে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতো কিছুর মাঝেও আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা বিনিময় নিয়ে আমার এই পোস্টটি করা। ও হ্যা ঈদে ঘুরা ঘুরির একটা পোস্ট পাবেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ☺️

সবাই পরিবার পরিজন নিয়ে চমৎকার ঈদ উদযাপন করুন এই কামনা করছি। আর যেখানেই ঘুরতে যান আমাদের সাথে শেয়ার করবেন আশাকরি 🤗
সবার ঈদ অত্যন্ত আনন্দে কাটুক এই কামনা করছি।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন
"Please support Bangla Witness"
7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png