বাংলা ভাষার বিস্মৃতপ্রায় কিছু শিশুতোষ ছড়া

in আমার বাংলা ব্লগlast month (edited)

IMG_20250323_164323.jpg
[ক্রিয়েটিভ কমনস লাইসেন্স, আন্ডার ফেয়ার ইউজেস পলিসি ]


ভাষা নিয়ত পরিবর্তনশীল । বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয় । ভাষার পরিবর্তনের সাথে সাথে তার প্রাচীন লোককথা, লোকজ বা মুখে মুখে প্রচলিত ছড়ারও ব্যাপক পরিবর্তন সাধিত হয় । কিছু তো পুরোপুরি কালের গর্ভে বিলীন হয়ে যায় । আর যেগুলো বেঁচে থাকে সেগুলোও পরিমার্জিত, রূপান্তরিত হয়ে অন্য ধারার সৃষ্টি করে । এর আগে আমি বাংলা ভাষার প্রাচীন ছড়ার উপরে দু'টি নিবন্ধ লিখেছিলাম "আমার বাংলা ব্লগে" । একটি ছিল হারিয়ে যাওয়া প্রাচীন ছড়া নিয়ে এবং অপরটি ছিল বাংলা ভাষায় অপ্রচলিত প্রাচীন কিছু ছড়া নিয়ে ।

আজকে কোনো প্রবন্ধ বা নিবন্ধ লিখতে বসিনি । জাস্ট বিস্মৃতপ্রায় কিছু অসম্ভব মিষ্টি ছড়া নিজের স্মৃতি থেকে লিখতে বসেছি ।

এই ছড়াগুলো আমি শিশুকালে মুখস্থ করেছিলাম । বর্তমানে কোনো বইপত্রে এই ছড়াগুলোর আর উল্লেখ পাইনি । যেহেতু প্রায় ২৫ বছর আগে এগুলো মুখস্থ করেছিলাম তাই অনেক ছড়ারই কিছু কিছু অংশ ভুলে গিয়েছি, তাই সেগুলি নিজেই লিখে পূরণ করার ধৃষ্টতা দেখিয়েছি এখানে । আর হ্যাঁ , প্রায় সবগুলি ছড়ারই নাম মনে নেই , তাই নিজের মতো করে নামকরণ করেছি ।


রতনের ভাই যতনলাল


রতনের ভাই যতনলাল,
তার ছিল দুই তোবড়া গাল ।
তোবড়া গালে পান পুরে,
জোরসে দিতো গান জুড়ে ।
আজিনপুরের গাজিন খাঁ,
গান শুনে সে বললে, "হাঁ ।"
"বহুত আচ্ছা গানা হ্যায়",
বখশিশ এক সিকি দেয় ।
সেই সিকিতে যতনলাল,
পান কিনে ফের ভরলো গাল ।


খোকন বুড়ো


সাত বছরের ছেলে বুড়ো,
খোকন হলো তারই খুড়ো ।
খোকন চিবোয় পান-সুপারি,
বুড়ো চিবোয় টফি।
চু কিত্ কিত্ বুড়ো খেলে,
খোকন দাবার ছকটি পেলে
ঘোড়ার চালে মাত করে দেয়
নিয়ে গরম কফি ।


ভালো ছেলের দল


আস্ত রাঙা মুলো,
কিনে খাচ্ছে ভুলো ।
কারোর কথা শুনবে না তাই,
কানে দিয়েছে তুলো ।

ওই যে দেখো বলা,
খাচ্ছে পাকা কলা ।
আর খাচ্ছে বাবার কাছে,
দু'বেলা কান মলা ।

বোসেদের বাদল,
খাচ্ছে ভাতে ওল
কুট কুটিয়ে গলাটা তার,
ফুলে উঠেছে ঢোল ।


খ্যাঁক শেয়ালের মাসি


এক যে ছিল,
কি ছিল ভাই ?
খ্যাঁক শেয়ালের মাসি ।
আঁধার রাতে ঠন ঠনা ঠন,
বাজায় ভাঙা কাঁসি ।

শব্দ শুনে রাজা-রানী,
বললে হেঁকে, "কেরে ?"
সিপাইরা সব বাগিয়ে লাঠি,
আসলে পিছে তেড়ে ।

তারপরেতে কি হলো ভাই ?
হবে আবার কি ?
মাসিকে ধরে রাণী বানালো
খাস তালুকের ঝি ।


মৎস্য শিকারী


নদী নদী ছোট্ট নদী,
জল থৈ থৈ করে ।
ছোটকা বাবু ছাতা মাথায়,
ছিপ দিয়ে মাছ ধরে ।

ফাৎনাটা যেই নড়েছে,
টান মেরেছে সেই,
মাছ উঠেছে কিন্তু যে তার
মাথায় ছাতা নেই ।

ছোটকা বাবুর ছাতা তখন
ভাসে জলের টানে,
হারিয়ে ছাতা ছোটকা বাবু
পুঁটিই ধরে আনে ।


আন্না পিসির রান্না


আন্না পিসি রান্না ঘরে বাটনা বাটে শিলে,
ওদিকে উঠোন থেকে মাছ নিয়ে যায় চিলে ।
পিসি এলো চিল তাড়াতে শিলের নোড়া হাতে,
উনুনে ভাত চড়-চড় জল পড়ে না তাতে ।
ভাতের হাঁড়ি নামিয়ে পিসি চড়ায় মাছের কড়া,
হয়নি মাছে হলুদমাখা ধুলোয় পড়ে নোড়া ।
নোড়া ধুয়ে বাঁটতে হলুদ মাছ পুড়ে খাঁক হয়,
বিপদ যত আন্না পিসির, রান্না করা নয় ।
রান্না বড় বেয়াড়া কাজ সামলানো যে দায়,
রান্নাঘরের কোণে বসে কান্না শুধু পায় ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

»»——⍟——««

Sort:  
 last month 

কালের বিবর্তনে ছড়া গুলো হারিয়ে গেছে।দাদা আপনার শেয়ার করা ছড়া গুলো একটি ও আমি পড়িনি।আমার কাছে নতুন ই লাগলো ছড়া গুলো।"চাঁদ উঠেছে ফুল ফুটেছে" এটা পড়েছি।ভালো লাগলো ছড়া গুলো পড়ে।ধন্যবাদ দাদা হারিয়ে যাওয়া ছড়া গুলো আবার নতুন করে উপস্থাপন করার জন্য আমাদের মাঝে।🥰

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last month 

ছোটবেলার কথা মনে পড়ে গেল দাদা, উঠোনে বসে ঠাকুরমা বা মা এনাদের দুজনের কাছে এই ছড়াগুলো পড়েছি। এখন যেন শুনতেই পাওয়া যায় না। তবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে এই ছড়াটা এখনো বাচ্চারা বলে।

 last month 

সবগুলো ছড়া বেশ ভালো লেগেছে ভাই, এরকম কিছু ছড়াগুলো ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম। হুট করে যেন অতীতে চলে গেলাম।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Your post is manually
rewarded by the Steem-Bingo

Try out the new games on Steem 2.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool:
Minimum Guaranteed 45 Steem for each draw

সুন্দর সুন্দর সব ছড়া, এখন এসব ছড়াগুলো বইয়ে পাওয়া যায় না। ছোটবেলার অনেক ছড়া হারিয়ে গিয়েছে।

ছড়া গুলো পড়ে খুবই ভালো লাগলো

হ্যালো প্রিয় স্টিম বন্ধু। আপনার ছড়াগুলো পড়ে বেশ আনন্দ লাগলো। কারণ ছড়াগুলো নতুন। এগুলো আমি আগে কখনো এই ছড়াগুলো পড়িনি। এজন্য নতুন ছড়া গুলো পড়তে বেশ ভালো লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

New to Steemit?