তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের শেষ পর্ব।
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে 'তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের শেষ পর্ব উপস্থাপন করছি। আশা করি, গল্পের শেষ পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
সোর্স
রাজু সৃষ্টিকে বাড়িতে পৌঁছে দেয়। সৃষ্টি বাড়িতে যে তার পরিবারের সঙ্গে কথা বলে। সৃষ্টির পরিবার সবটা শুনে বিবাহের জন্য রাজি হয়। কিন্তু সৃষ্টি কিছুতেই মেনে নিতে পারছিল না। বারবার তার বাবা মাকে বলছিল তোমরা একটা বার বোঝার চেষ্টা করো আমি অন্ধ। আমার সঙ্গে জড়িয়ে রাজুর জীবনটাকে আমি নষ্ট হতে দিতে পারি না। রাজু আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না সারাক্ষণ আমার সঙ্গে ওর থাকতে হবে। ওর জীবনটা অন্যরকম হয়ে যাবে আমি এটা কখনো মেনে নিতে পারব না। এরপর সৃষ্টির মা-বাবা সৃষ্টিকে বলে, তোর যেটা ভালো মনে হয় সেটাই তুই কর। সৃষ্টি রুমে চলে যায় সে ভাবতে থাকে রাজুকে সে কি বলবে। তখন রাজু সৃষ্টিকে ফোন দেয় ফোন দিয়ে বলে, কিছু ভেবে উঠতে পারলে। সৃষ্টি বলে, হ্যাঁ ভেবেছি। রাজু বলে, কি ভেবেছো আমাকে বল দেখি? সৃষ্টি বলে, কাল সামনাসামনি তোমাকে বলবো। এই বলে সৃষ্টি ফোনটি রেখে দেয়।
সকাল হতেই রাজু চলে আসে সৃষ্টিদের বাড়িতে। এরপর সৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যায় সৃষ্টির পছন্দের জায়গা। রাজু সৃষ্টিকে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না বলো সারা রাত ধরে কি ভাবলে। সৃষ্টি বলে, রাজু আমি অনেক ভেবেছি কিন্তু আমার মন একটা কথাই বারবার বলেছে। রাজু বলে,কি বলেছে তোমার মন? সৃষ্টি বলে, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। রাজু সৃষ্টিকে বলে, কেন তুমি এমন করছ আমি জানি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো।আমি অন্য কারো হয়ে যাই সেটা তুমি কখনোই চাও না। তুমি চোখে দেখতে পাওনা তার জন্য তুমি আমাকে আজ দূরে সরিয়ে দিচ্ছো। কিন্তু সৃষ্টি আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী করতে পারবো না। এতটা বছর যখন তোমার পাশে থাকতে পেরেছি বাকিটা জীবন ও তোমার পাশেই থাকবো।এই বলে রাজু সৃষ্টি কে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। সৃষ্টি রাজুকে বলে, এমন পাগলামি করো না আমার কথা একটাবার শোনো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? রাগান্বিত কন্ঠে রাজু বলে, চুপচাপ গাড়িতে বসো কোন কথা বলো না।
এরপর রাজু সৃষ্টিকে নিয়ে যায় রাজুর পরিচিত এক ডাক্তারের কাছে। সৃষ্টি রাজুকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? রাজু বলে, ভয় নেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। সৃষ্টি বলে, কিন্তু কেন আমার তো কিছু হয়নি? রাজু বলে, আমি তোমার বিষয় ডাক্তারকে সবটাই বলেছি উনি একবার তোমাকে দেখতে চেয়েছিল তাই তোমাকে নিয়ে এসেছি। সৃষ্টি বলে, কেন এসব করছ আমি কখনো দেখতে পাবো না। রাজু বলে, আমি জানি কিন্তু আমি একটাবার চেষ্টা করে দেখতে চাই। তুমি আর না করো না। সৃষ্টি বলে, আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মনে হয় কোন কিছু ঠিক হবে না। তুমি শুধু শুধু সময় নষ্ট করছ। এরপর ডাক্তার সৃষ্টির চোখ পরীক্ষা-নিরীক্ষা করে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার রাজুকে জানায় সৃষ্টির পৃথিবীর আলো দেখা সম্ভব কিন্তু। রাজু বলে, কিন্তু কি? ডাক্তার বলে, একটি অপারেশন করতে হবে যার মূল্য অনেক। রাজু বলে, কত টাকা? ডাক্তার বলে, সব মিলিয়ে ৭০ লাখ টাকা। সৃষ্টি কথাটি শোনার পর রাজুকে বলে, আমি পৃথিবীর আলো দেখতে চাই না তুমি এখান থেকে চলো। রাজু বলে, এতটা কাছে এসে আমি হাল ছেড়ে দিতে পারি না। সৃষ্টি তুমি কোনো চিন্তা করো না টাকার ম্যানেজ আমি করব। সৃষ্টি বলে, রাজু তুমি একদম পাগলামি করো না। আমি তো বলছি আমি এমনিতেই খুব ভালো আছি। রাজু কোন কথা শুনে না ডাক্তার কে বলে অপারেশনের সবকিছু ব্যবস্থা করতে।
কিছুদিন পর সৃষ্টিকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর সৃষ্টির চোখের অপারেশন । সৃষ্টিকে অপারেশনে নিয়ে যাওয়ার আগে।সৃষ্টি রাজুকে বলে, চোখের অপারেশনের পর আমি যদি পৃথিবীর আলো নাও দেখতে পারি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রাজু সৃষ্টির হাত ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো যাবনা। আমার বিশ্বাস তুমি আবার এই পৃথিবীর আলো দেখতে পাবে। সৃষ্টি বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। এরপর সৃষ্টিকে অপারেশনে নিয়ে যায়। রাজুর পরিবার ও সৃষ্টির পরিবার সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। রাজু ঈশ্বরের সামনে বসে অঝোরে চোখের জল ফেলতে থাকে আর প্রার্থনা করতে থাকে 😭😭😭। দীর্ঘ আট ঘন্টা অপারেশনের পর ডাক্তার পরিবারকে জানায় সব ঠিক আছে আশা করি ,সে আবার পৃথিবীর আলো দেখতে পাবে। অপারেশনের কিছুদিন পর সৃষ্টির চোখের ব্যান্ডেজ খোলা হয়। তখন সৃষ্টি রাজুকে ডাক দিয়ে বলে, আমার খুব ভয় করছে আমার হাতটা তুমি ধরে রাখো। এরপর যখন আস্তে আস্তে ডাক্তার তার চোখের ব্যান্ডেজ খুলে সৃষ্টিকে চোখ মেলতে বলে। সৃষ্টি খুব আস্তে আস্তে তার চোখ মেলতে থাকে কিন্তু প্রথমে সে কিছুই দেখতে পায় না তাই সে চিৎকার করে ওঠে। তখন রাজু সৃষ্টিকে জড়িয়ে ধরে রাজু সৃষ্টিকে বলে, ভয় পেয়ো না আমি তো রয়েছি কিছু হবে না। এরপর আবার সৃষ্টি চোখ মেলতে থাকে পরবর্তীতে সে পৃথিবীর আলো দেখতে পায়। সৃষ্টি রাজুকে বলে, আমি আবার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। সবাই সৃষ্টিকে জড়িয়ে ধরে আর অভিনন্দন জানায়।
এর পরবর্তীতে সৃষ্টি এবং রাজুর বিবাহ সম্পন্ন হয় তারা সুখে দিন কাটাতে থাকে। এই গল্পের শেষে একটা কথাই বলবো। কাউকে ভালবাসলে তার বিপদে আপদে সবসময় তার পাশে থাকা উচিত। ভালবাসে একে অপরের পাশে থাকলে সব বিপদ কেটে ফেলা সম্ভব। জীবনের কঠিন মুহূর্তে হাল ছেড়ে দেওয়া কখনোই উচিত নয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা উচিত।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟