বেন্ট্রোকুইলিজম
নমস্কার বন্ধুরা,
বেন্ট্রোকুইলিজম (Ventriloquism) হলো একটি অভিনয়শিল্প যেখানে একজন পারফর্মার বিশেষভাবে প্রশিক্ষিত কণ্ঠস্বর ও শরীরের ভাষা ব্যবহার করে এমন একটি ভ্রান্তিমূলক পরিবেশ তৈরি করেন,যাতে শ্রোতাদের মনে হয় যে কথাগুলো কোনো পুতুল বা বস্তু বলছে পারফর্মার নয়।এই কৌশলটি শব্দ-উৎপত্তির স্থান সম্পর্কে মানুষের শ্রবণক্ষমতার সীমাবদ্ধতা কাজে লাগিয়ে তৈরি করা হয়।বেন্ট্রোকুইলিস্ট তার ঠোঁট নাড়ানো ছাড়াই কথা বলেন অথচ পুরো সংলাপটি খুবই স্বাভাবিকভাবে শ্রুতিমধুর শোনায়।এই শিল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 'labial consonants' যেমন ‘b’, ‘p’, ‘m’ ইত্যাদি উচ্চারণ করা যেগুলোর জন্য সাধারণত ঠোঁট ব্যবহার করতে হয়।দক্ষ বেন্ট্রোকুইলিস্টরা এই ধ্বনিগুলো বিকল্প উপায়ে উচ্চারণ করতে শিখে নেন যাতে ঠোঁট নাড়াতে না হয়।
এই শিল্পের ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন গ্রিস ও মিশরে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বেন্ট্রোকুইলিজমের কিছু আদিম রূপ পাওয়া যায় যেখানে পুরোহিতরা ভ্রান্তি তৈরি করতেন যেন দেবতা কোনো বস্তু থেকে কথা বলছে। আধুনিক যুগে এটি বিনোদন শিল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠা পায় বিশেষ করে ১৯শ ও ২০শ শতাব্দীতে সার্কাস ও টেলিভিশন শো-তে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়।এ সময় অনেক বিখ্যাত বেন্ট্রোকুইলিস্ট যেমন এডগার বার্গেন, জেফ ডানহ্যাম, পল জ্যাশন ইত্যাদি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
বর্তমানে বেন্ট্রোকুইলিজম শুধু একটি হাস্যরসাত্মক বিনোদনের মাধ্যম নয় বরং মানসিক যোগাযোগ, নাটকীয় উপস্থাপনা এবং শিশুদের মধ্যে ভাষা বিকাশে একটি শিক্ষামূলক মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এটি আত্মনিয়ন্ত্রণ, মনঃসংযোগ এবং শরীরের সূক্ষ্ম সমন্বয়ের এক অসাধারণ দৃষ্টান্ত।একজন দক্ষ বেন্ট্রোকুইলিস্ট তার কণ্ঠস্বর, হাতের গতিবিধি ও পুতুলের মুখাবয়বকে এমনভাবে সমন্বয় করেন যে দর্শক এক মুহূর্তের জন্যও সন্দেহ করেন না যে কথাগুলো বাস্তবে কে বলছে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Congratulations, your post has been upvoted by @nixiee with a 6.955039736349622 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.