দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৪
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ :
০১. হাতির পূর্বপুরুষ ম্যামথ (mammoth) এর হারিয়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে ?
০২. চীনে কোন প্রাণীর হত্যার শাস্তি মৃত্যুদন্ড ?
০৩. পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । কী নাম এই বিদ্যার ?
০৪. কোন প্রাণী দেখতে অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো ?
০৫. মহাকাশে কোন সবজি সব চাইতে আগে চাষ করা হয়েছিল ? এখনো অব্দি মহাকাশচারীদের কাছে এটি একটি প্রিয় সবজি ।
০৬. কোন মাছ জল ছাড়া এক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে ?
০৭. কোন কোন উদ্ভিদ নিজে শর্করা খাদ্য প্রস্তুত করার চাইতে প্রাণী শিকার করে পুষ্টি চাহিদা পূরণ করে ? এই সব উদ্ভিদের এমন অদ্ভুত খাদ্যাভাসের পেছনের কারণটা কি ?
০৮. মৃত্যুর পরেও মানুষের কোন অঙ্গ বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ ?
০৯. মহাবীর গ্রেট আলেকজান্ডার সর্বশেষ কোন যুদ্ধের পরে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ?
১০. পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক কে ? ধারণা করা হয়ে থাকে বিভিন্ন সমর অভিযানে প্রায় ১৫-২০ কোটি সাধারণ জনগণের মৃত্যু হয়েছিল এই শাসকের হাতে ।
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ০৭ ডিসেম্বর ২০২২
টাস্ক ১৩৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : fd08bbb79f26c1e9304e86561a7e7854b7ee7cced5faf8b49d3df1a5816fbefc
টাস্ক ১৩৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
১. মানুষের অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ.
২. পান্ডা
৩. ক্রিপ্টোজুলজি
৪. পুরুষ ক্যাংগারু
৫. লেটুস
৬. Mangrove Killifish নামক এক প্রকার মাছ এক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে.
৭. ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
মাংসাশী উদ্ভিদ বেশিরভাগই স্যাঁতস্যাঁতে জায়গায় জন্ম নেয় এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন নিতে পারে না। তাই তারা বেঁচে থাকার জন্য এই পদ্ধতি ব্যবহার করে।
৮. নখ ও চুল
৯. জাক্সার্তেসের যুদ্ধ
১০. চেঙ্গিস খান
১.বরফ যুগ শেষ হলে বিস্তীর্ণ তৃণ ভূমি বনে ঢেকে যায় ফলে খাবারের সংকট দেখা দেয় এছাড়া ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় তারা খাপ খাওয়াতে না পারায় ক্রমাগত বিলুপ্ত হয়।
২.পান্ডা
৩.ক্রিপ্টোজুলজি
৪.ব্লব ফিস
৫.আলু
৬.ম্যানগ্রোভ কিলিফিস
৭.করনিভরাস প্লান্ট যেমনঃ পিচার প্লান্ট,ভেনাস ফ্লাইট্র্যাপ।বিবর্তনের ফলে কম পুষ্টিগুণ যুক্ত মাটিতে টিকে থাকার জন্য এরা শিকার করতে পছন্দ করে।
৮.নখ ও চুল
৯.পাঞ্চাব এর রাজা পুরুর সাথে যুদ্ধের পর।
১০.চেংগিস খান
(১)খাবার কিংবা সুপেয় পানির অভাব,বরফে আটকে পড়া ,বরফসেতুতে আটকা পড়ে ম্যামথের সর্বশেষ দলটি এবং ধীরে ধীরে সেই সাথে ক্রমাগত শিকার হয়তো তাদের বিলুপ্ত হওয়ার কারণ। আসলে হারিয়ে যাওয়ার পিছনে কারণটা অন্ধকারাচ্ছন্নই রয়ে গিয়াছে এখনো।
(২) পান্ডা ।
(৩)ক্রিপ্টোজুলজি।
(৪)ব্লবফিশ ।
(৫)চীনা বাঁধাকপি।
(৬)Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম.
(৭) ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
বেঁচে থাকার জন্য মাংসাশী উদ্ভিদরা অন্য একটি পদ্ধতিতে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে। তারা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে। এসব প্রাণী মারা যাওয়ার পর তাদের মৃতদেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে। মাংসাশী উদ্ভিদের পাতাগুলো এ কাজে বিশেষভাবে সহায়তা করে থাকে।
(৮) চুল ও নখ বড় হয় ম্যাজিক কিংবা অতিপ্রাকৃত কোনো ব্যাপার এতে নেই। চামড়া ঝুলে পড়ার কারণেই দেখে মনে হয় চুল আর নখের বৃদ্ধি অব্যাহত রয়েছে।
(৯) হাইডাস্পেসের যুদ্ধ।
যদিও মরার কারণ নানান জন নানান মতবাদ দিয়েছেন।
(১০) চেঙ্গিস খান ।
(১)জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।
(২)প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।
(৩)ক্রিপ্টোজুলজি।
(৪)পুরুষ ক্যাঙ্গারু।
(৫)বাঁধাকপি।
(৬)Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম..
(৭) কলস পত্রী,সূর্য শিশির।
(৮) নখ এবং চুল
(৯) হিদাসপিসের যুদ্ধ
(১০)প্রাক্তন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি মাও সে তুং।
১. জলবায়ু পরিবর্তনজনিত কারনে। তুন্দ্রা যুগকে দায়ী করা হয়।
২. পান্ডা
৩. ক্রিপ্টোজুলজি
৪. কোহানাগুমো মাকড়সা
৫. আলু
৬. আফ্রিকান লাংফিশ
৭. ভেনাস ফ্ল্যাটট্র্যাপ, পিচ প্ল্যান্ট ও ব্লাডারওয়ার্ট। পুষ্টিহীন মাটিতে জন্মায় তাই পুষ্টির চাহিদা পূরণ করতে।
৮. চুল ও নখ।
৯. ঝিলাম নদীর যুদ্ধ বা হিদাপিসের যুদ্ধ
১০. চেঙ্গিস খান
১.জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।
২.প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।
৩.ক্রিপ্টোজুলজি।
৪.পুরুষ ক্যাঙ্গারু।
৫.এরাবিডোপসিস থালিয়ানা
৬.Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম..
৭.কলস পত্রী,সূর্য শিশির।
৮.নখ এবং চুল
৯ . হিদাসপিসের যুদ্ধ ব্যাটেল অফ হিডাস্পেস
১০. চেঙ্গিস খান
১.জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।
২. পান্ডা।
৩.ক্রিপ্টোজুলজি।
৪.পুরুষ ক্যাঙ্গারু।
৫.লাল রংয়ের লেটুস পাতা।
৬.ম্যানগ্রোভ কিলিফিশ জল ছাড়া একমাসও বেঁচে থাকতে পারে।
৭.কলস পত্রী,সূর্য শিশির।
৮.নখ এবং চুল।
৯.হিদাসপিসের যুদ্ধ।
১০.হিটলার।
১. পানির অভাভে ম্যামথ বিলুপ্ত হয়।
২ চিনে পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।
৩। Pass
৪| শিম্পাঞ্জি।
৫| লাল রংয়ের লেটুস পাতা।
৬। ম্যানগ্রোভ কিলিফিশ জল ছাড়া একমাসও বেঁচে থাকতে পারে।
৭. সূর্য শিশির নামে এক উদ্ভিদ স্বীকার করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করে। এরা সূর্যের আলোতে শর্করা তৈরি করতে অক্ষম তাই এরা স্বীকার করে নিজের প্রতি চাহিদা পূরণ করে।
৮। নখ এবং চুল।
৯। গ্রিক যুদ্ধের পর মহাবীর গেট আলেকজান্ডার ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১০। হিটলার
১।অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ.
২. চীনে প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।
৩. ক্রিপ্টোজুলজি নাম এই বিদ্যার।
৪. পুরুষ ক্যাংগারু দেখতে অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো দেখায়।
৫. "লেটুস" মহাকাশচারীদের কাছে এটি একটি প্রিয় সবজি ।
৬. Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়াএক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে.
৭. ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
মাংসাশী উদ্ভিদ বেশিরভাগই স্যাঁতস্যাঁতে জায়গায় জন্ম নেয়। এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন নিতে পারে না। তাই তারা বেঁচে থাকার জন্য এই রকম খাদ্য পদ্ধতি ব্যবহার করে।
৮. নখ ও চুল মৃত্যুর পরেও মানুষের বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ।
৯. জাক্সার্তেসের যুদ্ধ মহাবীর গ্রেট আলেকজান্ডার সর্বশেষ এই যুদ্ধের পরে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১০. চেঙ্গিস খান পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক।