You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৪

in আমার বাংলা ব্লগ2 years ago

(১)খাবার কিংবা সুপেয় পানির অভাব,বরফে আটকে পড়া ,বরফসেতুতে আটকা পড়ে ম্যামথের সর্বশেষ দলটি এবং ধীরে ধীরে সেই সাথে ক্রমাগত শিকার হয়তো তাদের বিলুপ্ত হওয়ার কারণ। আসলে হারিয়ে যাওয়ার পিছনে কারণটা অন্ধকারাচ্ছন্নই রয়ে গিয়াছে এখনো।

(২) পান্ডা ।

(৩)ক্রিপ্টোজুলজি।

(৪)ব্লবফিশ ।

(৫)চীনা বাঁধাকপি।

(৬)Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম.

(৭) ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
বেঁচে থাকার জন্য মাংসাশী উদ্ভিদরা অন্য একটি পদ্ধতিতে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে। তারা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে। এসব প্রাণী মারা যাওয়ার পর তাদের মৃতদেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে। মাংসাশী উদ্ভিদের পাতাগুলো এ কাজে বিশেষভাবে সহায়তা করে থাকে।

(৮) চুল ও নখ বড় হয় ম্যাজিক কিংবা অতিপ্রাকৃত কোনো ব্যাপার এতে নেই। চামড়া ঝুলে পড়ার কারণেই দেখে মনে হয় চুল আর নখের বৃদ্ধি অব্যাহত রয়েছে।
(৯) হাইডাস্পেসের যুদ্ধ।
যদিও মরার কারণ নানান জন নানান মতবাদ দিয়েছেন।
(১০) চেঙ্গিস খান ।