দুঃসময়ের একশো টাকা, সুসময়ের এক লক্ষ টাকার সমান।

in Incredible India2 years ago (edited)
3_20230421_233609_0002.png

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ঈদের আনন্দে সকলেই মাতোয়ারা, আমি আমার পক্ষ থেকে কমিউনিটির সকল সদস্যকে ঈদের হার্দিক শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি।

উৎসব এমন একটি বিষয় যেখানে অর্থের চাইতেও আন্তরিকতা প্রাধান্য পায়, যেকোনো উৎসব মনের মধ্যে একটা আলাদা আনন্দ বয়ে আনে।

তবে আজকে এই আনন্দের মুহূর্তেও আমি এমন একটি বিষয় নিয়ে লিখতে বসেছি, যেটা আমাদের সকলের মনে রাখা উচিত;
কারণ এই পরিস্থিতি দিয়ে আমরা কখনো না কখনো গেছি।

যখন আমাদের উপার্জন বেশি হয়, আমরা নিজেদের পকেটে কত অর্থ আছে তার হিসেব রাখি না, কিন্তু যখন সেই উপার্জনে ভাটা পড়ে;
তখন টাকার পাশাপাশি ব্যাগে কত পয়সা আছে সেটাও মনে থাকে।

আসলে, আর অন্য কারোর কথা জানিনা, তবে নিজের কথা যদি বলতেই হয়, তাহলে বলতে পারি আমার কাছে অর্থ আছে অথচ কারোর প্রয়োজনে সেটা বের করবো না, এমনটা কখনোই আমি পারিনি।

রক্তের সম্পর্কের বন্ধন নেই এমন ক্ষেত্রেও নিজের সবটা উজাড় করে দিয়েছি, তবে বর্তমান সমাজে হিসেবী মানুষের মধ্যে থেকে উপলব্ধি করতে পেরেছি, নিজের মতো করে সকলে জীবনটা দেখে না।

কাজেই নিজের প্রয়োজনের কথা কখনো কাউকে বলতে যাই না, কারণ বলে দেখেছি, তারা সেটা সমালোচনার রসদ হিসেবে ধরে ফলাও করে চাউর করেছেন।

যাইহোক, মূল কথা হলো, আজকের দিনে দাড়িয়ে আমি আমার সকল বন্ধুদের বলতে চাই, নিজের পায়ের মাটি সবসময় শক্ত করে ধরে রাখা উচিত।

সাহায্যের হাত অবশ্যই বাড়ানো উচিত কিন্তু নিজেকে কপর্দকশূন্য করে নয়, কখনো কখনো নিজেকে বোকা মনে হয়, আবার কখনো ভাবী;
কিছুই তো নিয়ে আসিনি, অনেক কিছু চেয়েও ধরে রাখতে পারিনি জীবনে।

কাজেই যা চলে গেছে হয়তো আমার ছিল না, আর যা আগামীতে আসবে সেটাও হয়তো আমার প্রাপ্য বলেই আসবে।

কথাগুলো বাস্তবিক মনে না হলেও বাস্তব শিক্ষা আমার যথেষ্ট হয়েছে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে।
আপনার ভালো সময় আপনাকে কে বা কারা দেখলো তাতে বিশেষ যায় আসে না, কারণ তেলা মাথায় সকলেই তেল দেয়, এটা সকলের জানা।

IMG_20230410_170305.jpg
যা খুশি বলার এবং আমার মনের সবকিছু জমা রাখার একমাত্র ঠিকানা @sampabiswas

কিন্তু দুঃসময় কেউ যদি আমাদের পাশে দাড়ায় বা এক টাকা দিয়েও সাহায্য করে, বা মানসিক ভাবে সাথে থাকে তাহলে তার মূল্য আমার কাছে লক্ষ টাকার সমান।

অর্থ পরিশোধ যোগ্য কিন্তু সময় নয়, কাজেই বিপদের সময় বাড়ানো হাত একমাত্র সঠিক এবং সত্যি সম্পর্কের ঠিকানা।

এখন মাঝে মধ্যে মনে হয় কাউকে সাহায্যের মাধ্যমে কি সৃষ্টিকর্তা আমাদের মন পরীক্ষা করেন?
নাকি এটা পরীক্ষা করেন আমরা কতখানি হিসেবী?

জানিনা, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, কারণ সাহায্য হিসেব করে করতে আমি শিখিনি, আর হিসেবী হয়ে এখন আর বাঁচতে চাই না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই।

কাজেই নিজের ইচ্ছেপূরণ করে যেতে চাই আর যদি কোনোদিন আবারও সুদিন আসে তবে বেশকিছু কাজ সমাধা করে রেখে যেতে চাই, তাদের জন্য, যাদের আমার মত জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

তবে সবটাই লোকসান একথা বললে মিথ্যে বলা হবে, এমন অনেক রক্তের বহির্ভূত সম্পর্ক আমি পেয়েছি যারা অমূল্য।

নাম বিহীন, রক্তের সম্পর্কের বহির্ভূত, কিন্তু আন্তরিকতায় ভাটা পড়েনি বহুবছর ধরে- ম্যানোকা
IMG-20230422-WA0000.jpg

আজকের কথাই যদি বলি তাহলে যে পার্লারে আমি যাই সেই পার্লারের মালকিনের মেয়ে আমার জন্য চিকেন রান্না করে পাঠিয়েছে এবং রাত দশটায় আমার ঘরে পৌঁছে দিয়ে গেছে পার্লারের মালকিন।

সম্পর্ক যার কোনো নাম নেই আছে অব্যাক্ত বন্ধন, সম্পা সেই অর্থে আমার রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু আমার বলতে বাঁধা নেই করোনা আক্রান্ত হয়ে যখন পড়ে ছিলাম, এই মেয়েটি ঘরের দুয়ারে প্রয়োজনীয় জিনিষ পৌঁছে দিয়ে গেছে, শুধু গেছে বললেও ভুল বলা হবে।

আজও আমার বাড়িতে পৌঁছনোর আগে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবে কোন কিছু কিনে আনতে হবে কিনা।

অদ্ভুত ব্যাপার আমরা যাদের কাছ থেকে আশা করি দুঃসময় অনেক সময় তাদের পাশে পাই না, আবার যাদের থেকে প্রত্যাশা করা উচিত নয়, তারাই একেক সময় চমক লাগিয়ে দিয়ে দুঃসময় সামনে এসে হাজির হয়।

এই জন্যই হয়তো বলে কারোর জন্যই কিছু ঠেকে থাকে না, যদি কর্ম আর নীতি সঠিক থাকে কাউকে না কাউকে সৃষ্টিকর্তা পাঠিয়েই দেন।

আজ এই পর্যন্তই সীমাবদ্ধ রেখে লেখায় সমাপ্তি এঁকে বিদায় নিলাম। ভালো থাকুন অবশ্যই এই কামনা করে।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Hi, @sduttaskitchen,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @strawberrry.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

Thank you for your encouraging support 😊

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 2 years ago 

অদ্ভুত ব্যাপার আমরা যাদের কাছ থেকে আশা করি দুঃসময় অনেক সময় তাদের পাশে পাই না, আবার যাদের থেকে প্রত্যাশা করা উচিত নয়, তারাই একেক সময় চমক লাগিয়ে দিয়ে দুঃসময় সামনে এসে হাজির হয়।

যদিও আপনার কাছে এই কথাগুলো অদ্ভুত! কিন্তু আমার কাছে কথাগুলো বাস্তব! কারণ আমরা যাদের কাছে আশা করব,,,,, তারা কখনোই আমাদের আশা পূরণ করেনা! আবার যাদের কাছে আমরা কখনো আশাই করি না! একটা সময় তারাই আমাদেরকে চমকে দেয়! আমাদের জীবনটাই অনেক অদ্ভুত রকমের।

আজকে আপনি দেখলাম আমার মনের কিছু কথা শেয়ার করেছেন! সেই সাথে শেয়ার করেছেন আপনার জীবনে জড়িয়ে থাকা,,,, কিছু ব্যক্তির কথা।

সম্পর্কের মধ্যে কখনো রক্তের বন্ধন বলে কিছু থাকে না! সম্পর্ক যদি সঠিক হয়,,,, তাহলে সেখানে ভালোবাসা ও থাকে অটুট।

শম্পা দিদি আপনার রক্তের কেউ না হলেও! আপনার খেয়াল রাখা সব সময়! এই জিনিসটা জানতে পেরে বেশ ভালো লাগলো! আসলে আপনার কাছে কেউ না থাকায়,,, উনি আপনার খেয়াল রাখে উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই,,,, আপনার খেয়াল রাখার জন্য।

আপনার পোস্ট পড়ে আজকে অনেকটা আবেগ প্রবন হয়ে গেছিলাম! এবং জীবনের কিছু মানে খুঁজে বেড়াচ্ছিলাম! পরে বুঝতে পারলাম,,, আমরা যা কিছুই কল্পনা করি না কেন! তা শুধু আমাদের কল্পনাতেই সুন্দর! বাস্তবের সাথে তার কোন মিল নেই।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বাস্তব কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন!

#miwcc

 2 years ago 

একটি প্রবাদ আছে "অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু"। ঠিক তাই, যাকে বিপদের সময় পাশে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু।

যদি কর্ম আর নীতি সঠিক থাকে কাউকে না কাউকে সৃষ্টিকর্তা পাঠিয়েই দেন।

জ্বী দিদি, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে।