RE: দুঃসময়ের একশো টাকা, সুসময়ের এক লক্ষ টাকার সমান।
অদ্ভুত ব্যাপার আমরা যাদের কাছ থেকে আশা করি দুঃসময় অনেক সময় তাদের পাশে পাই না, আবার যাদের থেকে প্রত্যাশা করা উচিত নয়, তারাই একেক সময় চমক লাগিয়ে দিয়ে দুঃসময় সামনে এসে হাজির হয়।
যদিও আপনার কাছে এই কথাগুলো অদ্ভুত! কিন্তু আমার কাছে কথাগুলো বাস্তব! কারণ আমরা যাদের কাছে আশা করব,,,,, তারা কখনোই আমাদের আশা পূরণ করেনা! আবার যাদের কাছে আমরা কখনো আশাই করি না! একটা সময় তারাই আমাদেরকে চমকে দেয়! আমাদের জীবনটাই অনেক অদ্ভুত রকমের।
আজকে আপনি দেখলাম আমার মনের কিছু কথা শেয়ার করেছেন! সেই সাথে শেয়ার করেছেন আপনার জীবনে জড়িয়ে থাকা,,,, কিছু ব্যক্তির কথা।
সম্পর্কের মধ্যে কখনো রক্তের বন্ধন বলে কিছু থাকে না! সম্পর্ক যদি সঠিক হয়,,,, তাহলে সেখানে ভালোবাসা ও থাকে অটুট।
শম্পা দিদি আপনার রক্তের কেউ না হলেও! আপনার খেয়াল রাখা সব সময়! এই জিনিসটা জানতে পেরে বেশ ভালো লাগলো! আসলে আপনার কাছে কেউ না থাকায়,,, উনি আপনার খেয়াল রাখে উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই,,,, আপনার খেয়াল রাখার জন্য।
আপনার পোস্ট পড়ে আজকে অনেকটা আবেগ প্রবন হয়ে গেছিলাম! এবং জীবনের কিছু মানে খুঁজে বেড়াচ্ছিলাম! পরে বুঝতে পারলাম,,, আমরা যা কিছুই কল্পনা করি না কেন! তা শুধু আমাদের কল্পনাতেই সুন্দর! বাস্তবের সাথে তার কোন মিল নেই।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বাস্তব কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন!