করবো তারে বিয়ে আব্দুল কাইউমsteemCreated with Sketch.

in #abb-fun2 years ago

bow.PNG

এ পর্যন্ত বলে সে থামলো। কবিতা শুনে সবাই বিস্মিত এবং আনন্দিত। সবাই বলে উঠলো আমাদের ছেলের জন্য তো এমন মেয়েই দরকার। যত কঠিনই হোক না কেন এমন মেয়ে খুঁজে বের করতেই হবে। এ বলে সবাই মেয়ে খুঁজতে শুরু করলো। আর রাজুর বাবা বলে উঠলো-
আমার ছেলের বিয়ে দেবো
করোনা ভাইরাস শেষে
জান্নাতি হুর আনবো ধরে
থাকুক নাকো যেই দেশে।😁😜😄
এদিকে রাজুর চেহারা লজ্জায় লাল হয়ে গেছে 😁 কোন কথা না বলে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে রবের শুকরিয়া জ্ঞাপন করলো আর অপেক্ষায় রইলো সেই মনের মতো মানুষের।