রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন জলছে ভোবনটিতে তার একটি ছবি।
sourch
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এবং দীর্ঘ সাত ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়োন্ত্রনে ।এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যের খবর পাওয়া গিয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে
sourch
তবে মৃত্যুর সংক্ষা বাড়তে পারে বলে আসংক্ষা করা হচ্ছে।আপনাদের কাছে আমাদের একটাই আবেদোন আপনারা ওদের জন্য দোয়া করবেন ।যাহারা আহত হয়েছেনতাদের আল্লাহ জেন দ্রুত সুস্থ করে দেন এবংযাহারা মারা গেছেন তাদের জান্নাত দান করেন ।( আমীন)
আমাদের এই পোষ্ঠটিকে ভোট করুন এবং Follow করুন
I'm new to you follow me