তাকরীমেরা সম্মানিত I আব্দুল কাইউমsteemCreated with Sketch.

image.png

দেশের খ্যাতি আনলে তুমি
কুরআন নিয়ে বুকে,
তোমার কথা তাই তো দেশের
লোকের মুখে মুখে।

image.png

বিশ্ব খ্যাত আলেম হবে
স্বপ্ন চোখে আঁকা,
সামনে আগাও যতই করুক
বেদ্বীন চক্ষু বাঁকা।
তোমার মতো তাকরীমেরা
আসুক ঘরে ঘরে,
চক্ষু শীতল কারী হয়ে
পিতা মাতার তরে।
যুগে যুগে তোমরা কেবল
সম্মানিত হবে,
কুরআন নিয়ে লড়বে যারা
আল্লাহ পাকের ভবে।