🎆🎆🎆🎆 সচেতন বাস ড্রাইভার সম্পকে কিছু কথা🎇🎇🎇

in #amra3 years ago (edited)

আমি মোঃ তানভীর ইসলাম, শিক্ষিত এক বেকার যুবক, সে আর কি কমন কথাতো বেকার। যাই হোক মূল কথায় বলি.... বেকার জীবন দূর করার জন্য গিয়েছিলাম ঢাকয় পরিকল্পনা মন্ত্রনালয়ে পরিক্ষা দিতে। এক পযার্য়ে পরিক্ষা দিয়ে ঢাকা গাবতলি বাস ট্রামিনাল হতে অনেক কষ্টের পর শ্যামলী পরিবহনের একটা বাসের ড্রাইভারের নিকট ইঞ্জিন বগির উপর হতভাগা আমি ও আমার বন্ধু দুইটা সিট মিনলো। কিছু দূর আসার পর আমি ও আমার বন্ধু পরিক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়ে একটু জোরো জোরোই কথা বলছিলাম এক পযার্য়ে ড্রাইভার চাচা বলে উঠল যে, বাবারা তোমরা আমার কাছে এত জোরে কথা বলনা। তাতে করে আমার মনযোগ নষ্ট হয়ে যাবে ফলে দূরঘটনা ঘটতে পারে। চাচা এই মন মানসিকতা দেখে আমি আর আমার বন্দু আস্তে আস্তে বললাম আসলে চাচার কথাটাই ঠিক।
👏👏👏👏পরিশেষে এটাই বলবো যে সব ড্রাইভার রা যেন চাচার মতো একটিভ থেকে গাড়ি ড্রাইভ করে,👏👏👏👏👏
IMG20210924200339.jpg

Sort:  

ঠিক কথা তবে ড্রাইভ সংক্রান্ত ছবি দিলে আরো মান সম্মত হতো। সুভ কামনা