ইঁদুর একটি বিনষ্টকারী প্রাণীsteemCreated with Sketch.

in #animal9 months ago

ইঁদুর দেখে নাই এমন মানুষ খুবই কমই আছে৷ ইঁদুর একটি অপকারী প্রাণী৷ ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে থাকে৷ বিশেষ করে ফসলি জমি নষ্ট করে ইঁদুর। ইদুর বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। কিছু কিছু প্রজাতির ইঁদুর বড় হয়ে থাকে৷ কিছু কিছু ছোট।

কিছু জাতের ইঁদুর বাসাবাড়িতে থাকে৷ আবার কিছু জাতের ইঁদুর ফসলি জমিতে থাকে৷ বাসাবাড়িতে নেংটি ইঁদুর থাকে৷ এই ইদুর গুলো কাগজ পত্র ও জামাকাপড় কেটে ফেলে৷ আরেক ধরনের ইঁদুর আছে যেগুলো দোকানে থাকে৷ দোকানের মাল নষ্ট করে।

ইঁদুর মারা জন্য নানান ধরনের ঔষধ বের করা হয়েছে৷ এগুলো কার্যকরী আবার অকার্যকরী হয়ে থাকে৷ ইঁদুর নিধনের জন্য উপজেলা থেকে অনেক কার্যক্রম করা হয়৷ ইঁদুর শষ্য নষ্ট করে প্রচুর পরিমাণে৷

অনেক দেশে ইঁদুর খেয়ে থাকেন৷ তবে আমাদের দেশের মানুষ ইঁদুর খায় না৷ ইঁদুর খাইলে হয়তো। ইঁদুর থেকে বাঁচা যাইতো৷


Pixabay

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.