"আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্ট এর বিজয়ী ঘোষণা ও প্রাইজ ডিস্ট্রিবিউশন

in #announcement2 months ago

দুই মাস পূর্বে ২৭-শে আগস্ট "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত "আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্ট নামে বিশেষ এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করা হয় আমার একাউন্ট @rme থেকে । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । কমিউনিটির অনেকেই $PUSS কিনে হোল্ড রেখেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।

প্রতিযোগিতার বিজয়ী বাছাইয়ের কাজটা "আমার বাংলা ব্লগের" সম্মানিত অ্যাডমিন/মডারেটররা করেছেন । এই উইনার সিলেকশন এর কাজটার স্বচ্ছতা বজায় রাখার জন্য এখানে টেবুলেশন শিটটা শেয়ার করা হলো -

https://docs.google.com/spreadsheets/d/1uqX_c315k8-vVMcCXuKCMm0RJJZ20P7HaCeS9n8P2jA/edit?gid=0#gid=0

পুরস্কার
এই কন্টেস্টে পুরস্কার হিসেবে কোনো লিকুইড স্টিম রাখা হয়নি । শুধুমাত্র পোস্টে আপভোটের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে । সর্বোচ্চ $PUSS হোল্ডারকে বিজয়ী এবং তাঁর নিকটবর্তী হোল্ডারদের মধ্যে থেকে হোল্ডের পরিমাণের উপর নির্ভর করে আরো ৬ জন কে পুরস্কৃত করা হবে । সর্বমোট পুরস্কারের পরিমাণ : $১৭৫ মূল্যের আপভোট ।