মধুর কন্ঠে অর্থসহ আয়াতুল কুরসী। Along with the meaning of the honey, verse al-Qursi
মধুর কন্ঠে অর্থসহ আয়াতুল কুরসী।
اللَّهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
আল্লাহ! তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করেনা। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে এমন, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। তাঁর আসন আসমান ও যমীন ব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাঁকে বিব্রত হতে হয়না। তিনিই সর্বোচ্চ, মহীয়ান।
Translate
Allah! There is no god except Him. He is the free and the constant new holder, the holder of everything. Sleep and sleep do not touch him. Whatever is in the heavens and the earth is His. Who is there, who can intercede with Him without His permission? He knows everything in front or behind. Except as much as he wishes, they can not master anything of his knowledge. His seat is in the heavens and the earth, and he does not have to be embarrassed to save them. He is the highest, the great.
Youtube:-
https://www.youtube.com/channel/UCaLmb9LokXftDsYfZ9TPiMQWebsite:-
http://sirazitv.blogspot.com/?m=1FB page
https://web.facebook.com/Sirazi-tv-1535391706593693/Twitter:-
https://mobile.twitter.com/sirazitvGoogle Plus:-
https://plus.google.com/117848708807683040120