প্রিয় মানুষটী মন জয় করার কিছু পদ্বতি
প্রিয় মানুষটী মন জয় করার কিছু পদ্বতি
অবশ্য বিয়ে পারিবারিক ভাবে হলে বেশি ভিগ সময় প্রিয় মানুষটির মন জয় করাটা খুব কষ্ট হইয়ে যাই।প্রিয় মানুষটির মন জয় না করতে পারলে তখন সংসার অনেক জামেলা হইয়ে থাকে।অনেক কিছু করেও প্রিয় মানুষটির মন জয় করাটা ব্যর্থ হইয়ে জাই।কোন ভাবে আপনি তাকে মন জয় করতে পারছেন না।
প্রতিটি মানুষই নিজের মনের মানুষটির কাছে হয়ে উঠতে যায় একজন আদর্শ সঙ্গী। আর তাই প্রিয় মানুষটিকে খুশি করার জন্য কত কিছুই না করে থাকে মানুষ। জীবন সঙ্গীর কাছে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে তোলার এই প্রয়াসটি সৃষ্টির শুরু থেকেই দেখা যায়। মনে রাখবেন, প্রিয় মানুষটির মন জিতে নেয়া খুব বেশি কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু একটু সদিচ্ছা।আপনি জেনে নিন আপনার মনের মানুষটি মন কিভাবে জয় করবেন.....
****তার সুবিধা অসুবিধা অনুসারে আপনি কাজ করুনন
আপনার প্রিয় মানুষটির মন জেতাতে অবশয় তার সুবিধা অসুবিধার প্রতা খেয়াল রাখতে হবে।সে কি চায় কি চায় না সেগুলা খেয়াল রাখতে হবে।তার সুবিধা অনুসারে কাজ করতে হবে।চাইলে প্রতিদিন সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরী।
****তাকে মাঝে মাঝে কিছু উপহার দিবেন
সঙ্গীর মন জিতে নিতে চাইলে সঙ্গীকে মাঝে মাঝে উপহার দেয়া উচিত। পৃথিবীর সব মানুষই জীবন সঙ্গীর কাছ থেকে উপহার আশা করে। প্রেমের সময় অধিকাংশ যুগলই উপহার আদান প্রদান করলেও বিয়ের পরে অধিকাংশ মানুষই তা করে না। সঙ্গীর মন জিতে নিতে চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে উপহার দিন তাকে। উপহার দিলে সে একটু আবেগময় হইয়ে যাবে।এতে তার মন জয় করা যাবে।
***-নিজেকে সুন্দর রাখুন
সব মেয়েরাই চাই তার প্রিয় মানুষটি একটু সুন্দর ভাবে থাকে। স্মার্ট ভাবে থাকুক।কেখনো নিজেকে অগুছালো করে রাখবেন না।তার পছন্দের পোশাক পরুন।পারলে বডি স্প্রে ব্যবহার করুন।
****সঙ্গীর পরিবারের যত্ন নিন
একটি মানুষকে জীবন সঙ্গী করা মানে নতুন একটি পরিবারের সাথে আত্মীয়তা হওয়া। আপনার জীবন সঙ্গীর সব চাইতে কাছের মানুষ তো তারাই। তাই আপনার জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে তার পরিবারের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখুন। তাদের বিপদে আপদে সব সময় তাদেরকে সাহায্য করুন। তাহলে আপয়ান্র জীবন সঙ্গীর মন জিতে নিতে পারবেন সহজেই।
****নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন
দাম্পত্য সম্পর্ক মানেই নিজেকে উজার করে দেয়া নয়। জীবন সঙ্গীর কাছে নিজের ব্যক্তিত্বকে উজার করে দিলে এক পর্যায়ে জীবনসঙ্গী একঘেয়ে বোধ করে। তাই জীবন সঙ্গীর সাথে নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন।নিজে এমন কাজ করে বসবেন না যাতে আপনার মান সন্মান নষ্ট হইয়ে যাই।এজন্য নিজের ব্যাক্তিত্ব ঠিক রাখুন।
Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.
Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
More information and tips on sharing content.
If you believe this comment is in error, please contact us in #disputes on Discord
আমাদের বাংলাদেশে রয়েছে নানা ধরণের ফল । নানা ধরনের খাদ্য আছে যার কারণে অনেক রোগ দেখা যাই । এই ফলে রয়েছে নানা ভিটামিন বি , সি, আমাদের অনেক রোগ নির্মূল করে থাকে । চোখের নানা ধরনের ক্ষতি হতে পারে।
You got a 22.61% upvote from @redlambo courtesy of @sadia929! Make sure to use tag #redlambo to be considered for the curation post!
একটা মানুষের মন জয় করতে হলে তাকে কিছু উপহার দিতে হয় । তাহলে খুব সহজে প্রিয় মানুষের মন পাওয়া যাই । প্রিয় মানুষের নানা কারণের খোঁজ খবর নিলে তারা খুশি হয় । তার জন্য অনেক কিছু করলে তাড়াতাড়ি মন জয় করা যাই।
You got a 49.64% upvote from @upme thanks to @mrsadman! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% from your share, daily payouts ( no commission ).
Quick delegation links: 25SP | 50SP | 100SP | 250SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP | Custom Amount