এ কেমন নিয়ম বাহে

in #bangla3 years ago

একই স্রষ্টার সৃষ্টি সবে
জন্ম নিয়ে মায়ের কোলে,
তবুও কেন এরই মাঝে
খাচ্ছে কেহ বারে বারে।
কেউবা আবার এরই মাঝে
ভাগ বন্টনের নিয়ম ভেদে
ক্ষুধার জ্বালায় মরছে ধুকে,
এ কেমন নিয়ম বাহে?

ব্যস্ত, শ্রমিক কর্মক্ষেত্রে
ক্ষুধা নিয়ে পেটের মাঝে
উন্নয়নের কল চালাচ্ছে।
কর্তাব্যক্তি পাশের ঘরে
চায়ের কাপে চুমুক দিয়ে
শুধুই বসে হিসেব করে,
খাটাবে সে কেমন করে
ক্ষুদার্ত সব শ্রমিকদেরক।
খাচ্ছে নিজে নিয়ম মেনে
শ্রমিক শ্রেনির পাশেই বসে
ঘন্টা তিনেক পরে পরে
না দিয়ে সে শ্রমিকদেরকে।
এ কেমন নিয়ম বাহে?

শক্তিধরগন বাহুবলে
অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে
চলছে ধেয়ে আকাশ পানে
অপচয়ে মগ্ন হয়ে।
দূর্বলেরা পাচ্ছেনা যে
শ্রম দিয়েও দিনের শেষে
যা পেলে সে, থাকবে বেচে।
এ কেমন নিয়ম বাহে?

তা'বলে ভাই বলছি নাহে
সব মানুষই সমান থাকবে
সৃষ্টিকর্তার নিয়ম ভেঙে
তারই সৃষ্টি এ পৃথিবীতে।
ছোট বড় হবেই জানি, দু'জনাতে
জ্ঞ্যান ও গুনের বৈষম্যতে।
হলেও ছোট তারও আছে
বেচে থাকার, নুন্যতম চাহিদা যে।
মানছেনা যা শোষকশ্রেণী কোনমতে
এ কেমন নিয়ম বাহে?