যার যা দরকার চেয়ে নেয় , যে যা দেয়, মন থেকে উজাড় করে দেয় !

in #bangla4 years ago

শহরটির নাম লেইটন বাজার্ড | আমার পাশের শহর | সেখানে এক লোক বর্তমান অর্থনৈতিক মন্দার কারণে চাকুরিচ্যুত হয়েছে | স্থানীয় কাউন্সিল তাকে থাকার জন্য ঘর দিয়েছে (শুধু চার দেয়ালের একটি ঘর ) কিন্তু ঘরের ভিতর বসত করার মতো কিছুই নাই !

লোকটির ভাবী ফেসবুকে লিখেছে " আমার দেবর চাকুরিচ্যুত হওয়ার কারণে থাকার জন্য যে ঘর পেয়েছে সেখানে কিছুই নাই , আবার আসবাবপত্র কেনার জন্য যথেষ্ট পরিমান টাকা পয়সা নাই , যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেন , তবে কৃতজ্ঞ থাকবো !

যেই লেখা সেই কাজ , পাড়াপড়শি হুমড়ি খেয়ে পড়েছে সাহায্য করার জন্য |

একজন রিপ্লাই দিয়েছে "আমার একটি ডাবল বেড ফ্রেম আছে , কালেকশন করে নিতে পারেন "

আরেকজন লিখেছে , "ডাইনিং চেয়ার টেবিল আছে , লাগলে নক করতে পারেন" |

অন্যজন লিখেছে " আমার কিছু হেঙ্গার, ছোট্র ওয়ার ড্রোব আছে "

এক মহিলা লিখেছে" আমি কিছু চায়ের কাপ , প্লেট , গ্লাস দিতে পারবো , যদি নেন !"

এরকম অনেকে অনেককিছুর সাহায্য কথা লিখেছে , যা দিয়ে তিনটি ঘর আসবাবপত্রে পরিপূর্ণ করা যেতে পারে |

শেষে একজন লিখেছে , "আমার দেয়ার মতো কিছুই নাই , তবে একটি ভ্যান আছে , মালামাল একজায়গা থেকে অন্য জায়গায় নিতে সাহায্য করতে পারবো " |

এমন একটি দেশে আছি , যেখানে মধ্যবিত্তের সংকীর্ণতা বলতে কিছু আছে বলে আমার জানা নেই | যার যা দরকার চেয়ে নেয় , যে যা দেয়, মন থেকে উজাড় করে দেয় !