পরিবেশদুষণ

ভূমিকাঃপরিবেশ বলতে আমাদের চারপাশের জগতকে বুঝায।মানুষ ,প্রাণী ,গাছপালা, বায়ু -পানি ও মাটি পরিবেশের প্রধান উপাদান।এই উপাদানগুলো দিনদিন দূষিত হচ্ছে।

পরিবেশ দূষনের প্রকারঃআমাদের দেশে বিভিন্ন ধরনের দূষণ রয়েছে।বড় ধরনের দূষণ গুলো হচ্ছে বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ।

কারনঃধোয়া দ্বারা বায়ু দূষণ সৃষ্টি হয়।আগুন কলকারখানা যানবাহন ইত্যাদি প্রচুর ধোঁয়া উৎপন্ন করে।বিভিন্ন প্রকার আবর্জনা পানি দূষণ সৃষ্টি করে।যানবাহন, শিল্প ,মাইক্রোফোন,প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদান ইত্যাদি গোলমাল সৃষ্টি করে।