Different Photograps
কি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সকালের এই বৃষ্টির মুহূর্ত টাই সবাই সুস্থতা কামনা করে আজকের পোস্টটা শুরু করলাম। আসলেই প্রকৃত এতটাই সুন্দর যে বর্ষাকালের সৌন্দর্য যেন আরও বেশি ছুটিতে হয় কারণ সবদিকে বৃষ্টি হয় আর গাছপালার নদ নদী সবকিছু পানিতে ভরে যায় তার পাশাপাশি গাছপালা গুলো যেন সকাল হয়ে ওঠে দৃষ্টির পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তটা যতটা সুন্দর বৃষ্টি যখন হয় তখন এই মুহূর্তটাকে উপভোগ মনে হয়
আসলে এই সময়টাকে বেশি উপভোগ করা যায় খিচুড়ি রান্না করে অথবা বিরিয়ানি খেয়ে আসলে এভাবে আমরা সবাই আমাদের দিনগুলো উদযাপন করে থাকি বৃষ্টির দিনে বেশিরভাগ সময় সবাই ঘরে থাকে এবং বিভিন্ন রকম আয়োজন করে থাকে এক্ষেত্রে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে মানে সুখী হয় অন্যান্য ক্ষেত্রে যাদের ঘরবাড়ি ভাঙ্গাচুরা তারা কিন্তু অনেক বেশি দুঃখে দিনযাপন করে বৃষ্টিতে বৃষ্টির পানি খানা করে লোকজন ঠিকমতো বসবাস করতে পারেনা বৃষ্টির দিন সবার জন্য সুখকর নয় এই কথাটা যেমন সত্য তেমনি গরমের দিনে সবার জন্য সুখবর নয়।
তবে আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে কিন্তু নিয়ম মত নিয়ম মতো রোদ ওঠা প্রয়োজন আছে কারণ শুধুমাত্র রোদে যেমন গাছগাছালি পড়ে ছাই হয়ে যাবে ঠিক তেমনি অতিরিক্ত বর্ষণের ফলেও কিন্তু বন্যার কবলে পড়ে গাছ গাছালি ভেঙে পড়ে যায় বৃষ্টির দিনে গাছ গাছেলের সাথে ফিরে পায় অনেক সময় অনেক মৃত গাছগুলো জীবিত হয়ে ওঠে বৃষ্টির নতুন পানি পেলে চারিদিকে গাছগুলো যেন ফিরে পায় তাদের জীবন। এজন্য বলতে হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা যদি আমরা পাই তাহলে আমাদের জীবনটা ঠিক সুন্দরভাবে গঠিত হয়
গাছের যেমন প্রাণ আছে তেমনি তাদের খাদ্য গ্রহণের সুযোগ সুবিধা ও থাকা প্রয়োজন তারা ঠিকমতো যদি খাদ্য গ্রহণ না করে তাহলে তারা নিস্তেজ হয়ে পড়ে একটা সময় গিয়ে অকালে মারা যায় কিন্তু এটা কখনোই কাম্য নয় আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই গাছগাছালি রোপন করতে হবে এই সময়টা আমাদের গাছ রোপনের মাধ্যমে পার করা উচিত
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি/ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @jumtak |
ডিভাইস | Samsung Galaxy |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট করে ও আমার মত করে আমার পরিচয়
*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।