Go to Historical Mango Garden For Picnic

in #beautiful3 years ago

ঐতিহাসিক আম বাগানে পিকনিক
একদা বালিয়া ডাঙ্গীর হরিণমারিতে পিকনিকের উদ্দেশ্যে ভ্রমন করতে গিয়ে নয়ন স্বার্থক করে উপভোগ করলাম সেই নয়নাভিরাম সৌন্দর্য্ মোহিত বালিয়া ডাঙ্গীর হরিণমারিতে অবস্থিত সেই ঐতিহাসিক আম গাছিটি। গাছটি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী থানার হরিণমারি ইউনিয়নে অবস্থিত। সত্যিই নয়নটা স্বার্থক হল সেই অপরুপ শোভা দর্শন করে। প্রায় তিন বিঘা জমির উপর অবস্থিত আম গাছটি শোভা বর্ধন করে দাড়িয়ে আছে আপামর জন মানুষের আনন্দ দানের জন্য। আম গাছিটির চারিদিকে গোল আকৃতি করে ডাল পালা ছড়িয়ে আছে এ যেন সৃষ্টি কর্তার এক অপরুপ সৃষ্টি। আমের মৌসুমে চারিদিক দিয়ে এমনভাবে মুকুল আসে যেন মানুষের হাতের নাগালে চলে আসে এবং মামুষ নিচ থেকে দাড়িয়ে সুস্বাধু আমের স্বাদ গ্রহন করতে পারে। ঐতিহাসিক আম গাছটি এখন হয়ে পড়েছে মানুষের বিনোদন কেন্দের আশ্রয়স্থল। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে ঐ আমবাগানে এবং মনোরঞ্জন করে ফিরে যায় তার আসাস স্থলে। এই নয়নাভিরাম অপরুপ শোভা না দেখলে ভাষায় ব্যক্ত করা যায় না সেই অপরুপ শোভার কথা।

IMG_3338.JPG