অস্কার পেলেন যাঁরা

in #beauty7 years ago


এবারের ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ‘দ্য শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গিয়েরমো দেল তোরো। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


ডার্কেস্ট আওয়ার ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন গ্যারি ওল্ডম্যান। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার পেলেন জর্ডান পেল। তিনি ‘গেট আউট’-এর চিত্রনাট্য লিখেছিলেন। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


‘ব্লেড রানার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক রজার ডিকেন্স পেয়েছেন সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


সেরা এনিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পদক হাতে কোবি ব্রায়ান্ট। তাঁর ছবিরা নাম ‘ডিয়ার বাস্কেটবল’। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে চিলির ‘এ ফ্যান্টাস্টিক ওমেন’। অস্কার হাতে ছবির পরিচালক সেবাস্তিয়ান লেলিও। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।


সেরা এনিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কোকো’। অস্কার হাতে ছবিটির নির্মাতা লি আনক্রিচ ও ডারলা আন্ডারসন। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ।

News Credit:http://www.prothomalo.com/entertainment/gallery/1444091/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE