ঢাকা শহরে চোখ কান খুলারেখে চলুন
ঢাকা শহরে চোখ কান খুলা রেখে চলুন না হলে আপনার সামান্য অবহেলার জন্য আপনি অনেক বিপদের সম্মুখিন হতে পারেন ।
ঢাকা শহরে সব রকমের মানুষ বসবাস করে । তবে এইখানে ভাল মানুষের থেকে খারাপ মানুষ বেশি বসবাস করে । এই শহরে মানুষ মানুষের ঠকানোর চিন্তা করে । ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা । এই জন্য ঢাকা শহরে অনেক মানুষের বসবাস । জাইগার তুলনাই মানুষের বসবাস বেশি । এই শহরে সব কিছুই পাওয়া যাই । আপনি যা চাইবেন তাই মিলবে । ঢাকা শহরে বেশি ভাগ ডাব খইয়া মানুষকে ছিন্তাই করে । এজন্য সব থেকে ঢাকা শহরে কোন খুলা খাবার খাবেন না। খুব সাবধানের সাথে চলুন। আবার সামান্য অসাবধানের জন্য আপনার টাকা সব লুট হইয়া যেতে পারে। আর আপনি যখন লুকাল বাসে চলাচল করবেন তখন খুব সাবধান। কখনও ঘুমাবেন না। যদি ঘুমান আপনার সব লুট হইয়া যাবে ।
আপনার করনিওঃ
- আপনি কখনও অপরিচিত মানুষের খাবার খাবেন না ।
- রাস্তার কোন খাবার খাবেন না।
- অপরিচিত কোন মানুষের সাথে কথা বলবেন না।
- বাসে ঘুমাবেন না।
- নেশা জাতিও কোন খাবার খইয়া চলাচল করবেন না।
- পিছনের পকেটে কোন টাকা রাখবেন না।
- কেউকে বিশ্বাস করবেন না।
আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন । এবং সবাই সুস্ত ভাল থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ ।