অসাধারণ কিছু ছবি (১০% shy - fox)

in #best2 years ago

GridArt_20230203_213720661.jpg

আসসালামু আলাইকুম।

অনেকদিন পর এলাম আপনাদের মাঝে। আমি প্রায় ১১ মাস এর মতো ডিএকটিভ ছিলাম। কারন আমার মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছিল খুলনা থেকে বাসায় যাওয়ার পথে। বাস এর ভেতর। সোস্যাল মিডিয়ার সব জায়গা থেকেই প্রায় সরে গেছিলাম। বাটন ফোন ইউজ করতাম যা দিয়ে ব্লগ করা অসম্ভব ছিল। টাকা জমিয়ে মোবাইল ফোন কিনলাম। আবার সব জায়গাই কানেক্ট হতে শুরু করলাম।
আবার ফিরে এলাম আমার বাংলা পরিবারের কাছে।

আজ নিজের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

ছবি -১ :

IMG-20230129-WA0002.jpg

কি মায়াবি মুখখানা। দেখে ছবি তোলার আগ্রহ আর ধরে রাখতে পারলাম না।

ছবি -২

IMG-20230129-WA0003.jpg

অসাধারণ আকাশ। এই ছবিটি ভালো লাগবে না। এমনকি হয়?

ছবি ৩-

IMG-20230129-WA0018.jpg

আমার নিজের বিড়াল।

ছবি ৪

IMG-20230129-WA0019.jpg

এটার কথা আর আলাদা করে কিছু বলার নাই।

ছবি ৫-

IMG-20230129-WA0027.jpg

দাদু বাড়ি থেকে তোলা।

ছবি ৬ -

IMG-20230129-WA0009.jpg

অসাধারণ একটা মায়াবী মুখ।

ছবি ৭

IMG-20230129-WA0029.jpg

ছবি ৮

IMG-20230129-WA0020.jpg

আমার সব থেকে ভালো লাগে যখন এই মানুষ গুলোর ছবি তুলি।
অনেক দিন পর আপনাদের মাঝে এলাম। জানিনা সব নিয়ম গুলো আগের মতোই আছে কিনা। যদিও সংগত কারণ ছিল তবুও আজ এতো দিন পর একটিভ হওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আশা করছি রেগুলার একটিভ হওয়ার চেস্টা করবো।

ফটো ক্যাপচার বাই : @farhanatonni
ডিভাইস : iphone 13
লোকেশন : লোহাগড়া