হ্যালো বাংলাদেশি স্টেমিয়ান্সরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে কীভাবে STEEMITএ ভালো ইনকাম করা যায়। প্রতিদিন হাজার হাজার নতুন ইউজার STEEMIT এ জয়েন করছে , তাদের মধ্যে অনেক বাংলাদেশি ইউজাররা রয়েছেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আনুমানিক ১০-২০% বাংলাদেশী ইউজাররা সঠিকভাবে এই প্লাটফর্মটি ব্যাবহার করছেন, বাকিরা করছেন না। অনেকে ভালো ব্লগিং করতে পারেন কিন্তু অলসতার কারনে করেন না। তাই অলসতা কাটিয়ে দৈনিক ১০/২০টা করে আনকোয়ালিফাইড পোস্ট না দিয়ে একটি কোয়ালিফাইড পোস্ট দেওয়া উত্তম।
আপনার একটি কোয়ালিফাইড পোষ্ট আপনার ঐ ১০/২০টা আনকোয়ালিফাইড পোস্টের তুলনায় বেশি লাভ দিবে। আমরা অনেকেই জানি পোস্টকে প্রমোট করার জন্য অনেক বোট বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। STEEMIT এ দুই ধরনের বোট এই সার্ভিস দিয়ে থাকে , তারা হচ্ছেঃ বিড বোট সার্ভিস ও পোস্ট প্রমোশন সার্ভিস ।
বিড বোট সার্ভিসঃ
এসকল বোট বিডিং সিস্টেমে ভোট দিয়ে থাকে । প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু হয় । আপনি এ সকল বিড বোট সম্পর্কে আরো জানতে পারবেন steembottracker.com এই সাইটে গিয়ে । এই সাইটে আপনি কমপক্ষে ২০/৩০টা বিড বোট দেখতে পাবেন। সকল বিড বোটের মধ্যে অন্যতম বোট সার্ভিস গুলো হচ্ছে @booster @buildawhale @postpromoter @appreciator @rocky1 @upme @smartsteem @therising .
বিড বোটের ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতিঃ
আগেই বলেছি বিড বোট প্রতি ২ঘন্টা ৪০ মিনিট পর পর একেকটি নতুন বিড উইন্ডো শুরু করে। এই সময়ের মধ্যে যত বিড আসবে সব বিড রিকোয়েস্ট বোট তার ১০০% এর সমপরিমাণ ভোট ডিস্ট্রিবিউশন করবে। ভোট ডিস্ট্রিবিউশন পদ্ধতি নিচে উদাহরনস্বরূপ বুঝানো হলঃ
ধরি 'ক' ও 'খ' দুটি ইউজার । 'ক' বিড দিয়েছে ৬০ SBD এবং 'খ' বিড দিয়েছে ৪০ SBD । বিড বোটের বিড উইন্ডোর সময় শেষ হলে । 'ক' পাবে ৬৬% এর ভোট এবং 'খ' পাবে ৩৩% এর ভোট । বিড বোট ব্যবহার করার সময় সচেতন থাকতে হবে। যদি বিড বোটের Max Suggested Bid এর চাইতে বেশি বিড হয় তাহলে লাভের পরিমান কম হবে। বিড বোট সর্বোচ্চ ১০% লাভ (After Curation - Capped) দিয়ে থাকে।তাই বিড বোট ব্যবহার করার সময় এসব দিকে খেয়াল রাখবেন।
আমার রিকমেন্ডেড বিড বোট সার্ভিসগুলোঃ
এসকল বিড বোট গুলোর মধ্যে আমি @booster @buildawhale @postpromoter এই তিনটি বোট বেশি ব্যবহার করি। তার কারন গুলো হচ্ছেঃ
@booster : এই বোটটি @fyrstikken ও @inerta এর দ্বারা পরিচালিত । আমার জানামতে এটিই STEEMIT এর সর্বপ্রথম বিড বোট । বোটটি ভালো সার্ভিস দেয় । বোটটি বিভিন্ন রিয়েলিটি শো স্পন্সার করে থাকে যেমনঃ @jonny-clearwater এর Hots Or Shots সাপ্তাহিক রিয়েলিটি শো। রিয়েলিটি শোটি দেখতে আপনি @jonny-clearwater এর ব্লগে যেতে পারেন । আপনিও যদি চান একটি রিয়েলিটি শো শুরু করতে তাহলে আপনি @booster কমিউনিটি ইউজারদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে তাদের এই steemspeak.com ডিস্করড চ্যানেলে চলে যান ।
@buildawhale : বোটটি পরিচালনা করেন @themarkymark । তিনি STEEMIT এ Abuse fighter নামে পরিচিত। তিনি STEEMIT এর যে সকল ইউজাররা ভুল পন্থা অবলম্বন করে তাদেরকে প্রতিরোধে কমিউনিটি সাহায্য করে থাকেন। @buildawhale দৈনিক Buildawhale Curation Digest নামক একটি কম্পিটিশন স্পন্সার করে থাকে। যেখানে @buildawhale এর থেকে ভোট নেওয়া পোষ্টগুলা যাচাই বাছাইয়ের পর নির্বাচিত করা হয়। তাছাড়া @buildawhale দৈনিক blacklist update দিয়ে থাকে, যেখানে আনকোয়ালিফাইড ও স্পামার ইউজারদেরকে ব্যান করা হয়। তাদের ডিস্করড চ্যানেলের লিঙ্ক এটা Buildwhale Discord ।
@postpromoter : @postpromoter সকল বিড বোটের মধ্যে সবচেয়ে বেশি STEEM POWER এর অধিকারি। বোটটি পরিচালনা করেন @yabapmatt । @postpromoter এর পাশাপাশি তিনি steembottracker.com ও পরিচালনা করেন। @postpromoter ও Spam (Frequency, Quality),Plagiarism,Fraud or Scam এর বিরুদ্ধে পদক্ষেপ অনুযায়ি @buildawhale এর Blacklist ব্যবহার করেন। তার মানে আপনি যদি @buildawhale এর ব্লাকলিস্টে থাকেন তাহলে আপনি @postpromoter এর ও ব্লাকলিস্টে আছেন।
আজ এই পর্যন্ত কাল আমি কথা বলবো পোস্ট প্রমোশন বোট সার্ভিস নিয়ে। আশা করি আমি আমার সব পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন অথবা আমার সাথে ডিস্করডে যোগাযোগ করতে পারেন। আমার ডিস্করড লিঙ্ক হচ্ছে DISCORD
ধন্যবাদ @zaku
When it comes to bid bots I can say that @smartsteem is one my favorite bet. Almost all my bid are on positive income for me that is why I recommended it as well
What is this about? Is it Indian?!
No it's Bangla language.For Bangladeshi user
great informative post. Thanks bro!!!
চমৎকার একটি পোস্ট। নতুনদের জন্য অনেক হেল্পফুল। এরকম পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি যেটা নোটিশ করেছি তা হলো, শর্টকাট আর্নিং এর প্রবণতা। এবং এটি খুব ভয়াবহ একটু অসুস্থতা আমি বলব। বিনা খাটুনিতে, অনলাইন থেকে আয় করার প্রবণতাটা বাংলাদেশের ছেলেমেয়েদের বেশি দেখা যায় ইদানিং।
Steemit - জয়েন করেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন ও পোস্ট করা শুরু করেন, এবং কিছুদিন পড়ে হতাশ হয়ে ছেড়ে দেন।
যেকোন বিষয়ে আমরা যদি একটু স্টাডি করি, ওই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে কাজ করি তাহলে সেই মাধ্যম থেকে মোটামুটি আর্নিং করা যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
আর একটি কথা দিয়ে শেষ করছি। কষ্ট ছাড়া কেষ্ট মেলেনা, এই প্রবাদটি আমরা সবাই মোটামুটি বহুবার শুনেছি। এবং এই প্রবাদটি আসলে চিরন্তন সত্যি।
প্ররিশ্রম ছাড়া কোন কিছুই মেলেনা। আর Steemit এ প্ররিশ্রমের সাথে আরেকটি থাকা জরুরী আর তা হলো, ফিনান্সিয়াল ব্যাকআপ। এই সাইট থেকে দ্রুত আয় করতে হলে আপনাকে কিছু অর্থ ইনভেস্ট করতেই হবে।
Steemit এ আয়ের উপায় গুলো নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখছি। পড়তে চাইলে ফলো করে সাথে থাকুন।
@zaku আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর পোস্ট করার জন্য।
সবার জন্য শুভ কামনা। (Happy Earning)
অনেক সুন্দর কিছু কথা বলেছেন,
এই কারনে আমরা অনেক বাংলাদেশীরা নিজেদের রেপুটেশন নষ্ট করছি আসা করি সবাই এই শর্টকাট এর পথ থেকে সড়ে দাঁড়াবেন । ধন্যবাদ আপনার এতো সুন্দর একটি কমেন্টের জন্য ।
thik bolsen.... tobe takar jaigai time invest korlei ektu somoy diye valo ekta account dar korano somvob...., amra 23 jon shuru koresilam, ekhon 2 jon baki asi... :D
ধন্যবাদ।ভাই।।আমরা যারা নতুন। তাদের জন্য বা আমার জন্য অনেক লাভই হল। আপনার কথা গুলো সারাজীবন মনে থাকবে।এবং স্টিমেটে কাজ করতে প্রেরনা যোগাবে।ধন্যবাদ
Ok ভাই আপনি এত সুন্দর চমংকার করে পোষ্ট।হয়েছে। আছে আমার আপনার কাছে প্রশ্ন আছে।
১) আমি কি বাংলায় পোষ্ট করতে পারি Steemit এ?
২ আমি কি একটা কমেন্ট করতে পারি বারর বার অননের পোষ্ট।
৩) আছে অননের পোষ্টে ছোট কমেন্ট করে কি অসবিদা হবে।
ধন্যবাদ । আপনার প্রশ্নের উত্তরঃ
১) আমি কি বাংলায় পোষ্ট করতে পারি Steemit এ?
২) আমি কি একটা কমেন্ট করতে পারি বারর বার অননের পোষ্ট ।
৩) আছে অননের পোষ্টে ছোট কমেন্ট করে কি অসবিদা হবে।
ভাই আপনাকে অনেক ধ্যনবাদ। আপনি আমাকে এত সুন্দর করে বলার জন্য। মন থেকে ধ্যনবাদ আপনাকে।
Thanks @zaku for very helpful post. I feel proud of you as a Bangladeshi. Thanks for sharing such a wonderful blog.
Thanks for your sweet words 🙂
very helpful article,,thanks
hahahahaha, ok.
আমাদের মত নতুনদের জন্য অতি প্রয়োজনীয় বিষয় গুলো তোলে ধরার জন্য অনেক ধন্যবাদ । পরবর্তী ধাপের আপনার পরবর্তী পোস্ট এর অপেক্ষায় রইলাম...।।
This post, with over $50.00 in bidbot payouts, has received votes from the following:
minnowbooster payout in the amount of $262 STU, $538 USD.
buildawhale payout in the amount of $106 STU, $218 USD.
booster payout in the amount of $56 STU, $115 USD.
therising payout in the amount of $37 STU, $75 USD.
postpromoter payout in the amount of $22 STU, $45 USD.
For a total calculated bidbot upvote value of $483 STU, $992 USD before curation, with approx. $121 USD curation being earned by the bidbots.
This information is being presented in the interest of transparency on our platform @zaku and is by no means a judgement of your work.
Please provide english version as well