অতিথি পাখি
আমাদের এখানে কয়েকদিন আগে বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ করতে ছিল বর্তমানে বৃষ্টির পানি কমে গেছে এর ফলে যে সকল পুকুর ডুবে গিয়েছিল সেই পুকুরগুলো থেকে চলে এসেছে আমাদের এখানে জমি বাড়ি আছে জমি বাড়িতে অনেক মাছ চলে এসেছে মানুষ এখানে প্রতিদিন যা নিয়ে বসে থাকে জাল নিয়ে মাছ ধরে অনেক সময় দেখি বসিয়ে দিও মাছ ধরে জাল দিয়ে মাছ ধরা অনেক মাছ পাওয়া যায় এখানে আমাদের এখানে সাদা বক দেখতে পাওয়া যায় সাদা বক সাধারণত মাছ ধরার জন্য আসে বেশি পানিতে সাধারণ মাছ ধরতে পারে না আমাদের এখানে জমি বাড়ি জমি বাড়িতে অত বেশি পানি থাকে না তাই তারা মাছ ধরতে পারে খুব সহজে আমাদের এখানে সাদা বক দেখতে পাওয়া যায় বিশেষ করে সাদা বক যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না অনেক সময় দেখতে পাওয়া যায়। মানুষ খেয়ে থাকেন ভগের মানুষের তেমন একটা বেশি হয় না তবে বকের মাংস অনেকে পছন্দ করে থাকেন মানুষ বাজার থেকে বক ধরে থাকে অনেক সময় নিজেরাও চেষ্টা করে বক ধরে থাকে আমি কখনো ভবে মাংস খাইনি অনেকে বকের মাংস খায় তারা বলেছিল যাব আগের মানুষ অনেক টেস্টফুল হয়ে থাকে মানুষ বাজার থেকে কিনে আনে শীতকালে মানুষ বেশিরভাগ বক ধরে থাকে শিক্ষা আমাদের বাংলাদেশে আসে মানুষ সেই অতিথি পাখি শিকার করে বিক্রি করে। অতিথি পাখি মারা ঠিক নয় তবুও মানুষ অতিথি পাখি ধরে থাকে এবং স্বীকার করে থাকে।