প্রকৃতির অপরূপ সৃষ্টি একটি ফুল হলো সালভিয়া ফুল।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা সালভিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ফুল মানেই সকল মানুষের কাছে একটি অন্য রকমের ভালো লাগা।সালভিয়া ফুল গুলো খুবই সুগন্ধি যুক্ত হয়ে থাকে।সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকে এই ফুল গুলো।এই ফুল গুলো বিশ্বের সকল দেশ গুলোতেই দেখা যায়।তবে সব ধরনের জায়গাতে এই ফুল গাছ গুলো দেখতে পাওয়া যায় না।
কয়েক দিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম।সেখানেই এই শোভাবর্ধন কারী সালভিয়া ফুল গুলো দেখতে পেয়ে ছিলাম।ভীষণই অপূর্ব সুন্দর ছিল জায়গাটি।সারভিয়া ফুলটির সৌন্দর্যের পাশাপাশি এটির প্রচুর পরিমাণে গুনাগুন ও রয়েছে।সালভিয়া ফুল দিয়ে নানা রকমের আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয়ে থাকে।
এই ঔষধ গুলো নানা রকম রোগের ঔষধ হিসাবে মানুষ খেয়ে থাকে।সালভিয়া ফুলটি খুবই উপকারী।সালভিয়া ফুলটির প্রায় এক হাজারটি প্রজাতী রয়েছে।সব গুলো প্রজাতী আমাদের দেশে দেখা যায় না।সালভিয়া ফুল গুলোর রয়েছে ভিন্ন ভিন্ন রঙ।সালভিয়া ফুল গুলো দক্ষিণ আমেরিকাতে এবং এশিয়াতে সর্ব প্রথম দেখা যায়।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে একটি সালভিয়া ফুল গাছই যথেষ্ট।সালভিয়া ফুল গুলো লাল,নীল আরো অনেক গুলো রঙেরই হয়ে থাকে।সালভিয়া ফুলের গাছ গুলো সাধারনত পাঁচ ফুট লম্বা হয়ে থাকে।সালভিয়া ফুল গাছের পাতা গুলো খুবই খসখসে হয়ে থাকে।এই সালভিয়া ফুল গাছ গুলো শীতপ্রধান দেশে সব থেকে ভালো জন্মাতে পারে।