মানব জীবনে অন্যের উপকার করাও একটি মহৎ গুন।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে সকল মানুষের উচিৎ মিলেমিশে বসবাস করা।যে কোনো বিপদে-আপদে সবার পাশে দাঁড়ানো।একে অপরকে যে কোনো কাজে সাহায্য করা।একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষের পাশে দাঁড়ানোটাই হলো একটি মানবিকতার পরিচয়।পৃথিবীতে সকল মানুষ এক রকম হয় না।সবাই যে অন্যের ভালো চাইবে এটারও কোনো মানে নেই।
তবে মানুষ হিসেবে মানুষকে ভালো চোখে গণ্য করাটাই আমাদের সবচাইতে মহৎ গুন।মানুষের নামে তার পরিচয় মেলেনা।একজন মানুষের পরিচয় তখনই মিলে যখন তার ভদ্রতা এবং আদব কায়দা অন্য জনের কাছে ভালো লাগে।সমাজে টিকে থাকতে হলে সব সময় সমাজের নিয়মেই চলা উচিৎ।মানুষে হিসাবে আমাদের একটি ভালো মনুষ্যত্ব থাকা উচিৎ।
আমরা সবসময় অন্যের উপকারী এগিয়ে যাবো।কেউ বিপদে পড়লে সাহায্য করবো।অন্যের দুঃখে দুঃখী হবো। অন্যের সুখে সুখী হবো।এটাই আমাদের মানব জাতির পরিচয় হওয়া উচৎ।তবে অনেক মানুষই আছে যারা অন্যের ভালো চাওয়ার চাইতে ক্ষতি করে বেশি।অন্যের ক্ষতি করলে নিজে কখনো সুখে থাকা বা খুব বেশিক্ষন ভালো থাকা যায় না।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তাই আমাদের উচিৎ মানসিক চিন্তাভাবনা গুলোকে সব সময় সহজ সরল রাখা।যাতে কারো অন্যের ক্ষতি করা তো দূরের কথা,সব সময় যাতে অন্যের ভালোটাই চাইতে পারি।পৃথিবীতে সকল মানুষেরই স্বাধীন ভাবে বাঁচার অধিকার রয়েছে।তাই সকল মানুষকে নিজের জীবনে একান্ত সময় কাঁটাতে দেওয়া উচিৎ।এতে করে সকলে ভালো থাকবে,সুখে থাকবে।