জীবনকে উপভোগ করতে চাইলে বিভিন্ন জায়গায় ভ্রমন করা প্রয়োজন।।

in #blogyesterday
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানেই একটি অন্য রকম আনন্দের পরিস্থিতি সৃষ্টি হওয়া।ঘুরতে গেলে মন, মেজাজ এবং শরীর সবকিছুই ভীষণ ভালো থাকে।ঘুরতে যাওয়ার মধ্যে একটি অন্য রকম স্বচ্ছতা রয়েছে।সকল মানুষই নিজের কাজ-কর্ম এবং নানা রকম দায়িত্ব নিয়ে ব্যস্ত।

IMG20241216163107.jpg

এর মধ্যে কিছুটা সময় বের করে হলেও একটু ভ্রমণ করা উচিৎ।সময় কখনো এসে কারো কাছে ধরা দেয় না।যেকোনো কাজের জন্য আমরা সময় বের করে নিয়ে থাকি।ঠিক তেমনি একটু বিনোদনের জন্য হলেও আমাদের কাজের মধ্যে থেকে একটু সময় বের করা উচিৎ।

IMG20241216163119.jpg

এতে করে সকল মানুষই নিজের জীবনকে খুব ভালো ভাবে উপভোগ করতে পারে।মাঝে মাঝেই নতুন কিছু জায়গায় ঘুরতে যাওয়া।এটি আমাদের মানসিক ভাবে শান্তি সৃষ্টি করে দেয়।এগুলোর মাঝেই আমরা নানা রকম ভাবে আনন্দ খুঁজে পাই এবং ভালো থাকতে পারি।কোথাও ঘুরতে যাওয়া মানেই সেই জায়গাটি ভ্রমন করা নয়।

IMG20241216163110.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

মনের মধ্যে একটি অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়।নানা রকম ভাবে অনুভূতির জন্ম দেওয়া।আমাদের সকলেরই উচিৎ যেখানেই ঘুরতে যাই না কেন মন খুলে আনন্দ করা।মন ভালো রাখতে খুব বেশি পরিমানে কষ্ট করতে হয় না।একটু স্বাভাবিক খোলামেলা পরিবেশে শান্তিপূর্ণ ভাবে একটু নিশ্বাস নিলেই মনে হয় যেন মনটা ভালো হয়ে গেল।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।