অপূর্ব সৌন্দর্যের অধিকারি একটি ফুল হলো চন্দ্র মল্লিকা ফুল।। পার্ট-3
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্র মল্লিকা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বিভিন্ন দেশেই এই ফুলটির উৎপাদন করা হয়ে থাকে।এই চন্দ্র মল্লিকা ফুল গুলোর অনেক গুলো ভিন্ন ভিন্ন রঙ এবং প্রজাত রয়েছে।চন্দ্র মল্লিকা ফুল গুলো সর্ব প্রথম চীন এবং জাপানে উৎপাদন করতে দেখা যায়।এই চন্দ্র মল্লিকা ফুল গুলো রোপন করার অনেক গুলো নিয়ম রয়েছে।
গাছ-গাছালি রোপন করতে হলে প্রচুর পরিমানে নিয়ম মেনে চলতে হয়।তাহলেই গাছ-পালা সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।প্রাচীন যুগ থেকেই এই চন্দ্র মল্লিকা ফুল গুলো গাছ গুলোর প্রচুর পরিমানে জনপ্রিয়তা রয়েছে।
ফুলের সৌন্দর্য সব সময়ই ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পায়।ফুলকে আনন্দের প্রতীকও বলা হয়ে থাকে।ভালো কাজের শুরুতেও আমরা সব সময় ফুল ব্যবহার করে থাকি।চন্দ্র মল্লিকা ফুল গুলো শুধু সৌন্দর্যই প্রকাশ করে না।এই চন্দ্র মল্লিকা ফুল গুলোর নানা ধরনের ঔষধি গুনাগুন রয়েছে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
যার দ্বারা আমরা বিভিন্ন ভাবে উপকৃত হয়ে থাকি।এই চন্দ্র মল্লিকা ফুল দিয়ে নানা রকমের ভেষজ ঔষধ তৈরি করা হয়ে থাকে।প্রচীন যুগের মানুষেরা এই সব ভেষজ ঔষধই তৈরি করে খেতো।