কুয়াশাচ্ছন্ন শীতের সকালের একটি অপরূপ দৃশ্য।।

in #blog3 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

শীতের সময়টা সকল মানুষ কে অদ্ভুত রকমের আনন্দ দেয়।শীত মানেই কুয়াশা ভর্তি একটি সুন্দর সকাল।পুরো আকাশ জুড়ে কুয়াশা শুধু শীতকালীন সময়েই দেখা যায়।শীতের সময়ে সকল মানুষই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়।শীতকালীন সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা।

IMG20241230111226.jpg

IMG20250104065408.jpg

আমি শীতকালীন সময়ে মাঝে মাঝেই ঘুরতে যাই।বিশেষ করে মামা বাড়িতে শীতের সময়ে যেতে আমার ভীষণ ভালো লাগে।সকল বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায় ডিসেম্বর মাসে।মানে শীতকালীন সময়ে।আর শীতের সময় কোথাও ঘুরতে যাওয়ার মধ্যে একটি অন্য রকমের ভালো লাগা কাজ করে।

IMG20250104065331.jpg

IMG20241230111243.jpg

শীতের সময়ে অনেক জায়গাতেই পিঠা-পুলির উৎসব হয়ে থাকে।শীতকালীন সময়ে আমাদের বাড়িতে সকল ভাই-বোনেরা নিজ নিজ কাজ থেকে ছুটি পায়।এবং তারপর বাড়িতে ছুটি কাটাতে আসে।বাড়িতে যখন সবাই থাকে,তখন বাড়িতে অন্য রকম একটি আনন্দ সৃষ্টি হয়ে থাকে।

IMG20250104065341.jpg

IMG20241230111257.jpg

পরিবারের সকলে এক সাথে সময় কাটানোর মতো আনন্দ আর কোনো কিছুতে নেই।শীতের সময়ে সকলেরই সকালে রস খেতে ভালো লাগে।রস আমার ভীষণ পছন্দের একটি খাবার।শীতের সকালে খেজুর গাছের নিচে দাড়িয়ে রস খাওয়ার মজাটাই আলাদা।

IMG20250104065350.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

খেজুর গাছ থেকে পাওয়া টাটকা খেজুরের রস খেতে কে না পছন্দ করে।খেজুরের রসের মিষ্টি স্বাদ শরীর এবং মন দুইটিই স্বতেজ করে তোলে।শীতের সকালের খেজুরের রস ভীষণই ঠান্ডা হয়ে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।