বোর্ট লিলি অথবা রহিও গাছ নিয়ে আমার আজকের আলোচনা।।

in #blog14 hours ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বোর্ট লিলি অথবা রহিও গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বোর্ট লিলি অথবা রহিও গাছ সকল মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়।এই গাছ গুলো সাধারনত শহর-অঞ্চলের মানুষেরা নিজেদের ব্যলকনিতে প্লান্ট করে থাকে।এগুলোকে অনেকে রুম প্লান্ট গাছ ও বলে থাকে।অনেকে আবার টবে করে জানালায় ঝুলিয়ে রাখে।এতে করে বাসার সৌন্দর্য বৃদ্ধি পায়।

IMG20241216152909.jpg

বোর্ট লিলি অথবা রহিও গাছ এই গাছ গুলো সব সময়ই লাগানো যায়।সারা বছর এর ভালো ভাবে যত্ন নিলে সারা বছরই সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে।বোর্ট লিলি অথবা রহিও গাছ এই গাছ গুলো পশুদের জন্য খুব বেশি উপকারী নয়।বোর্ট লিলি অথবা রহিও গাছ গুলো বিড়ালের জন্য খুবই ক্ষতিকর।

IMG20241216152904.jpg

এই গাছের পাতা বিড়াল যদি কোনো ভাবে খেয়ে ফেলে।তাহলে বিড়াল গুলো খুব বেশি পরিমানে অসুস্থ হয়ে পরে।বিড়াল যদি বোর্ট লিলি অথবা রহিও গাছের পাতা খেয়ে ফেলে তাহলে যথা সম্ভব পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।এই পাতা গুলো বিড়ালের জন্য সব থেকে বেশি পরিমানে বিষাক্ত।

IMG20241216152906.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বোর্ট লিলি অথবা রহিও গাছ গুলোর পাতা গুলো বেগুনী রঙের হয়ে থাকে।এই গাছ গুলো দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে।বোর্ট লিলি অথবা রহিও গাছ গুলোর খুব বেশি পরিচর্চা করার প্রয়োজন হয় না।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।