ছাদের এক কোণে লাগানো কিছু ফুলগাছ।।

in #blog18 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

ফুল গাছ আমার খুবই পছন্দের।ফুল গাছ লাগাতে সব সময়ই আমার খুব ভালো লাগে।আমার বাড়ি তেও নানান রকমের ফুলগাছ রয়েছে।ফুল গাছ গুলো কে ভালো ভাবে দেখা শোনা করলে এবং যত্ন নিলে খুব সহজে গাছগুলো বৃদ্ধি পায়।তবে ছাদের মধ্যে টবে করে ফুল গাছ লাগালে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে।মন খারাপের সময় ফুল গাছের কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে এমনিতেই মন ভালো হয়ে যায়।

IMG20240902180838.jpg

IMG20240902180856.jpg

ফুল দেখতে যতটা সুন্দর তেমনি সুবাসও ছড়িয়ে থাকে।তবে সব ফুলের সুবাস থাকেনা।কিছু কিছু ফুল হয় খুবই ঘ্রাণ সম্পূর্ণ।আবার কিছু কিছু ফুল হয় যার কোনো সুবাস থাকে না।কিন্তু দেখতে অপুর্ব সুন্দর হয়ে থাকে।ফুল গাছ তো সবাই লাগাতে পারে।তবে গাছ গুলোর যত্ন করাটা একটি বড় ধরনের কাজ।যেটি অবশ্যই করতে হয়।নইলে গাছ গুলো বেড়ে উঠতে পারে না।

IMG20240902180836.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

অযত্ন পেয়ে গাছগুলো মারা যায়।আমাদের সবার উচিৎ গাছ-পালা রোপন করলে,সেটিকে সুন্দর ভাবে যত্ন নেওয়া।ফুলগাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।চরদিকের পরিবেশকে অসম্ভব সুন্দর ভাবে সাজিয়ে তোলে ফুলগাছ।ফুলকে আমরা প্রকৃতির সৌন্দর্য ও বলে থাকি।ফুল ভালোবাসে না এমন কেউ পৃথিবীতে নেই।সকল মানুষই ফুল ভালোবাসে এবং খুব বেশি পরিমানে পছন্দ করে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।