অপূর্ব সৌন্দর্যের অধিকারী একটি ফুল হলো গাঁদা ফুল।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা গাঁদা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আমাদের সকলের কাছেই গাঁদা ফুল গুলো অনেক বেশি পরিচিত।শীতকালীন সময়ে সকলের বাড়িতেই এই ফুল গুলো দেখতে পাওয়া যায়।গাঁদা ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে।একটি হলো উজ্জল হলুদ এবং অপরটি হলো গাঢ় খয়েরী।দুইটি রঙের ফুলই দেখতে ভীষণ সুন্দর হয়ে থাকে।
আমার ফুলের বাগানেও অনেক গুলো গাঁদা ফুল গাছ রয়েছে।ফুল গাছ রোপন করতে পছন্দ করে না এমন মানুষ বোধ হয় খুব কম পরিমানেই রয়েছে।গাঁদা ফুলকে অনেকে গেন্ধা ফুল ও বলে থাকে।গাঁদা ফুলের বিভিন্ন ধরনের প্রজাতী রয়েছে।এই ফুল গুলো নানা রকমের অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে।বিয়ের সময় কনের গাঁয়ে হলুদে গাঁদা ফুল দিয়ে কনে কে সাজানো হয়ে থাকে।
হিন্দুদের নানা রকম পূজা-পার্বনের সময় তারা গাঁদা ফুল ব্যবহার করে থাকে।নানা রকম ভাবে গাঁদা ফুল দিয়ে তাদের পূজার স্থান সাজিয়ে তোলে।গাঁদা ফুলকে বর্ষজীবি উদ্ভিদও বলা হয়ে থাকে।গাঁদা ফুলের প্রায় ৫৬ টি প্রজাতী রয়েছে।এই গাঁদা ফুল গাছ গুলো সর্ব প্রথম উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে দেখা গিয়েছিল।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তার পর আস্তে আস্তে সব জায়গাতেই এর উৎপত্তি দেখা গিয়েছে।তবে এই গাঁদা ফুল গাছ গুলো সব থেকে বেশি মেক্সিকোতে দেখা যায়।আমাদের দেশে এই গাঁদা ফুল গুলো সকল বাড়িতেই ফুটতে দেখা যায়।গাঁদা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে ঔষধী গুনাগুন রয়েছে।যা নানা রকম রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।