WordPress কি? অনলাইন ক্যারিয়ারে WordPress সম্পর্ক জানা কতটুক গুরুত্বপূর্ণ? Bangla blog Episode_10

in #blog6 years ago (edited)

আস সালামু আলাইকুম! আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক আর্টিকেল গুগলে পাবলিশ হয়েছে, তবুও আমি এই টপিকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব।

feb-21-word-press-main.png
image source

WordPress এর ডেফিনেশন কি?

খুব অল্প কথায় বুঝিয়ে বললে, ওয়ার্ডপ্রেস হল, এমন একটি সিস্টেম। যে সিস্টেমে কনটেন্ট/ডাটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেটাকে আমাকে বলে থাকি, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। আমি আরো একটু ক্লিয়ার করে যদি বলি, ওয়ার্ডপ্রেস হল, PHP & MySQL এর একটি সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে একটি প্রোফেশনাল ওয়েবসাইট গঠন করা হয়।

WordPress এর যাত্রা কবে থেকে?

ওয়েব বিল্ডিং টুল হিসেবে ২০০৩ সালে এটির যাত্রা শুরু হয়। মূলত ব্লগিং পেশাকে কেন্দ্র করেই ওয়ার্ডপ্রেসের আভির্বাব। ব্লগিং পেশাকে সহজ এবং আরো সুন্দর ভাবে উপস্থাপন করার লক্ষে ওয়ার্ডপ্রেস কে ফোকাস করা হয়। পরবর্তিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা আরো জটিল এবং ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেসকে একটি প্রসেসের মধ্যে নিয়ে আসে এবং সাকসেসও হয়। তাই ওয়ার্ডপ্রেস এখন ব্লগিং টুলের পরিবর্তে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করে।

WordPress কেন এত জনপ্রিয়?

ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তাকে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করে নিয়েছে –

এসইও ফ্রেন্ডলি CMS –

এটি এমন একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা গুগলের কাছে এসইও ফ্রেন্ডলি হিসেবে অনেক পজিটিব একটি মাধ্যম। প্রতিটা সেকশন কে আপনি এসইও ফ্রেন্ডলি আকারে সাজাতে পারবেন, যা অন্য প্লাটফর্মের ক্ষেত্রে করতে গেলে আপনাকে মোটামুটি ল্যাভেলের প্রোগ্রামার হয়ে করতে হবে।

প্রচুর ফ্রি রিসোর্স –

ফ্রি রিসোর্স বলতে এখানে আপনি প্রচুত থিম পাবেন যা ১০০% ফ্রি ইউজ করতে পারবেন। প্রায় ৫-৬ হাজারের উপরে ফ্রি থিম বর্তমানে আপনি পাবেন। শুধু যে থিম তা না, এখানে আপনি, কনটেন্ট গুলোকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করার অন্য হাজার টাইপের ফ্রি প্লাগিন পেয়ে থাকবেন। ৫০-৬০ হাজারের উপরে ফ্রি প্লাগিন আছে, যেগুলা আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ভাবে কাস্টমাইজেশনে হেল্প করবে। তবে ফ্রি রিসোর্সের পাশাপাশি অনেক হাই কোয়ালিটির পেইড রিসোর্স ও পেয়ে থাকবেন।

কাস্টমাইজেশন খুব ইজিলি করা যায় –

কাস্টমাইজ ইজিলি করা যায় বলেই ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়। অনলাইন প্লাটফর্মে যত ওয়েবসাইট আছে, এর ৫০% এর উপরে সাইট তৈরি করা হয়ে থাকে ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ইউজ করে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে প্রোফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় বলে কেউ আর অন্য কঠিন টেকনোলজির দিকে যেতে চায়না। তাই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

WordPress এর স্কিল শিখা ক্যারিয়ারের জন্য কতটুকু পজিটিব?

এটি এমন একটি পজিটিব স্কিল, যেটা ভাল ভাবে কেউ যদি শিখে নিতে পারে, তার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়া কোণ কঠিন কিছু না। আপনি খুব ভাল ভাবে ওয়ার্ডপ্রেস শিখে নিতে পারলে, খুব ভাল মানের থিম, প্লাগিন তৈরি করতে পারবেন, যেগুলা আপনি পেইড প্রোডাক্ট হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেসে সেল করেও ইনকাম জেনারেট করতে পারবেন। আপওয়ার্ক, ফাইভার এই টাইপের মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস রিলেটেড জবে অভাব নেই। সুতরাং বলাই যায়, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট স্কিল শিখে রাখতে পারলে ক্যারিয়ারের জন্য অবশ্যই একটি পজিটিব সূচনা হতে পারে।

WordPress Types

ওয়ার্ডপ্রেসকে দুই ভাবে সাজানো হয়েছে –

WordPress.com –

এটি একটি 2.0 ওয়েবসাইট। একটি কন্ট্রোল প্যানেল এবং সাবডোমেইন নিয়ে এটিকে সাজানো হয়েছে। সম্পূর্ণ ফ্রি সাইট হওয়ার এটিতে তেমন কাস্টমাইজেশনের সুযোগ নেই। আপনার ইচ্ছে মত কাস্টমাইজেশন এখানে করতে পারবেন না। একটা লিমিটেশনের মধ্যেই শুধু ব্লগিং করার জন্য এটিকে ডেভেলপ করা হয়েছে। উদাহারণ হিসেবে আমি আমার একটি সাইট এখানে দিয়ে দিলাম - https://kawkabnadiminfo.wordpress.com/

WordPress.org –

এটাকে কেন্দ্র করেই ওয়ার্ডপ্রেসের এত আয়োজন। এটি ব্যবহার করতে আপনার প্রিমিয়াম ডোমেইন এবং হোস্টিং লাগবেই। হোস্টং এর cPanel ইউজ করে খুব সহজে ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করে নিতে পারবেন কোন জামেলা ছাড়াই। তাছাড়া অনেক ফ্রি থিম এবং প্লাগিন ইউজ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে একটি প্রফেশনাল সাইটে রুপান্তরিত করতে পারবেন। বিশ্বের বিখ্যাত অনেক ওয়েবসাইট এই WordPress.org দিয়ে ডেভেলপ করা। যেমন – নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স, সনি মিউজিক, ফেসবুক নিউজরুম ইত্যাদি আরো অনেক।

বুঝতে পারছেন যে, WordPress অনলাইন প্লাটফর্মের কতটা আয়োজন জুরে রয়েছে। ওয়ার্ডপ্রেস নিয়ে আমি আরো কিছু আর্টিকেল আমার এই সাইটে পাবেন। আমার সাথেই থাকুন, কোণ প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ!

steemit line.png

আপনি যদি আগের কিছু বাংলা ব্লগ মিস করে থাকেন তাহলে নিচের লিংক গুলো থেকে পড়ে আসুন -
Bangla Blog Episode_09

I Always Follow Them-
@doctalk
@worthmind
@shahadatsagor
@alaminhosssain
@zaku
@dindar
@jahangirwifii
@shuvomahfuz

Sort:  

Good one! U would get more exposure if u write in English.

i can't good English. thanks for comment