একটি মেডিকেলীয় ভাইভার আত্বকাহীনি (Blog #01)

in #blog6 years ago

image
ভয়ে ভয়ে ভাইভা বোর্ড এ ঢুকলাম! আমি ফার্স্ট ম্যান! এক বোর্ডে প্রথমে ছিলাম আর সেকেন্ড বোর্ডে লাস্ট ম্যান!!!

-আসতে পারি স্যার?

-আয়,আয়.........

(বয়স্কমত স্যার! অমাইক!!! চশমার উপর দিয়েই বেশির ভাগ সময় তাকিয়ে থাকেন!!! তবে প্রশ্ন পড়ার সময় চশমার ভিতর দিয়ে দেখেন!!! তুই তুই করে বলছেন!!! ভালোই লাগছে আমার!!!)

  • থ্যাংকুু স্যার.....

-বস

-থ্যাংকুু স্যার....

-তুই কি পাকিস্তানী?

-না, স্যার! আই এ্যাম পিউর বাংঙ্গালি!!!

-আচ্ছা, আচ্ছা! নে কার্ড টান দে!!

বিসমিল্লাহ বলে একটা কার্ড টান দিলাম!!! আলহামদুলিল্লাহ্, সব কমন!!!

-এক মাথা থেকে বলতে থাক......

প্রশ্ন পড়ছি আর বলছি...........

(প্রায় শেষের দিকে নাস্তা চলে আসলো.....দুটো কলা, দুই পিস্ ব্রেড....আর কিছু কাঠ বাদাম আর পানি....)
মামা, নাস্তার প্লেট টা এমন জায়গায় রেখেছেন যে....না তাকিয়ে উত্তর দিতেই পারছি না!!!!

স্যার হয়তো খেয়াল করলেন....

  • ক্ষিধা লাগছে?

-খুব...স্যার..... ( মুখ ফসকে বের হয়ে গেলো)

  • কলা নে!

একটু অবাক হয়ে কলা একটা তুলে নিলাম....

  • খেয়ে নে.....

-স্যার....?

  • খা, অসুবিধা নেই.....

-স্যারের দিকে একবার তাকিয়ে, কলা খাওয়া শুরু করলাম!

-বলতো, কলাতে কি কি থাকে????

কি মসিবত্!!! শান্তিমত খেতেও দিবে না!!!
-স্যার, পটাসিয়াম, ম্যাংগানিজ, কপার....

-আর?

-বায়োটিন

-আর?

কি জ্বালা!!!
-ওহ্ স্যার, ইটস্ অ্যা গ্রেট সোর্স অব ভিটামিন বি-৬

-ভেরি গুড্!!!! বাদাম খাবি?????

-না, স্যার খাবো না!!! এর কন্টেন্ট গুলা মনে নেই স্যার....
স্যার মুচকি হেসে.....বাদামের কন্টেন্ট শেখালেন!!!!