চারপাশে খালি জমিগুলোতে ফসল উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
কৃষি হচ্ছে আমাদের দেশের প্রধান সম্পদ। এদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি, আমাদের দেশের অধিকাংশ জনগণের একটা বিশাল অংশ তাদের জীবন ধারণের জন্য তারা কৃষির উপর নির্ভরশীল। আমাদের দেশে চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে জমি রয়েছে, এই জমিগুলোতে আমরা একেক সময় একেক ধরনের ফসল উৎপাদন করি। আর এই ফসল উৎপাদন করে আমরা এগুলো বাজারে বিক্রি করি এবং কিছু অংশ আমরা নিজেরা রেখে দিই আমাদের জীবন যাপনের জন্য। কেমন জলের মানুষদের আয় রোজগার এই জমি থেকে ফসল উৎপাদন করে সেগুলো বিক্রি করার থেকে হয়। গ্রামে যেসব ফসল চাষাবাদ করা হয় সেগুলো অনেক পদ্ধতির মাধ্যমে আমাদের শহরাঞ্চলে এসে পৌঁছায়, প্রতিদিন আমরা যে বাজার করে শাকসবজি ফলমূল ইত্যাদি কিনে আনি এগুলো সম্পূর্ণ গ্রামের জমি চাষাবাদ থেকে উৎপাদন হয়ে আসে। জমিতে উর্বরতা সৃষ্টির জন্য আমরা অনেক ধরনের অনেক কিছু ঔষধ প্রয়োগ করে থাকি যেগুলো আমাদের ফসলগুলোকে ফলাতে আরো বেশি সহায়তা করে।
center>
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Josshore, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
কিছুদিন আগে আমি যশোরে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এরকম অনেক দূর দুরান্ত পর্যন্ত জমি দেখতে পাই। এই জমিগুলোতে তারা ধানের সময় ধান চাষ করেন গমের সময় গম চাষ করেন এবং আখের সময় আখ চাষ করেন, এবং এগুলোকে চাষ করে তারা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। আমি যখন ছোটবেলায় সর্বপ্রথম যশোর বেড়াতে গিয়েছিলাম তখন আমার খালু বাদামের একটা ক্ষেত করেছিলেন, সেই ফসলে আমিও প্রথমবারের মতো যাই গিয়ে চারিদিকে ভরপুর জমিতে ফসল দেখে খুবই আনন্দিত হয়ে গেলাম। এরপর তাদের সাথে আমিও বাদাম জমির ফসল থেকে তুলতে থাকলাম। সেই ছোটবেলার স্মৃতি আমার আজও মনে আছে। আগে একটা সময় গ্রামও চলে জমি চাষ করার আগে জমিতে লাঙল দিয়ে মাটি উপড়ানো হতো, এবং ওই লাঙ্গল বলদ গরু দিয়ে কাজগুলো করা হতো। কিন্তু এখন প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে জমিতে চাষাবাদ এর আগে ট্রাক্টরের মাধ্যমে আমরা মাটিগুলোকে আলাদা করতে পারি। প্রযুক্তির উন্নতির কারণে আমাদের অনেক কাজ চাষাবাদের ক্ষেত্রে সহজ হয়ে গিয়েছে।