বাংলার মানুষের কাছে চিরচেনা এই গাছটি "রেইন ট্রি" হিসেবে এক নামেই পরিচিত। পর্ব- ২
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
রেইনট্রি এমন একটি গাছ যা আমাদের ছোট বড় সবার কাছে পরিচিত। যদিও গ্রাম বাংলার ভাষায় এর আসল নাম হচ্ছে কড়ই গাছ। এই গাছটি গ্রামাঞ্চলের পথের পাশে, বাগানে, পুকুরের পাশে জন্মে থাকে। এই গাছটির মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। জীবন তো অবস্থায় এ গাছটি পথিককে ছায়া প্রদান করে থাকে। প্রচন্ড রোদে যখন কেউ ক্লান্ত হয়ে পড়ে তখন এই গাছের নিচে বসে বিশ্রাম নেয়ার সুযোগ করে দেয়। এই গাছটিকে যখন কেটে ফেলা হয় এর কাজগুলো বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজে সহায়তা করে। বৃষ্টির দিনে এই গাছের নিচে আশ্রয় নেয়া যায় তবে খানিক সময়ের জন্য। চরম চলে এই গাছের দেখা খুবই কম মিলে। তবে গ্রামাঞ্চলে এই গাছ প্রতিটি রাস্তার মোড়ে অথবা প্রতিটি গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায়। ইংরেজদের আমলে এই গাছগুলোকে তারা বিভিন্ন বড় বড় অফিস আদালতের সামনে রোপন করা হত।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমি কড়ই গাছ নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। আমি শহরাঞ্চলে এই গাছটি খুবই কম দেখতে পেয়েছি, এই গাছে দুই ধরনের ফুল জন্মায় যে ফুলগুলো অত্যান্ত মনোমুগ্ধকর। এক ধরনের ফুল রয়েছে গোলাপি বর্ণের আঁশযুক্ত এবং আরেক টি রয়েছে সাদা বর্ণের আঁশযুক্ত। এই করোই গাছের ফুলের পাশাপাশি ফল হয়ে থাকে, এর ফল গুলো দেখতে ঠিক তেতুলের মত। তবে এর ফলটি তেতো হয়ে থাকে। তবে ফলের গানটা খুবই সুন্দর এবং পরিচিত কোন ফলের গ্রামের মতো। শহরাঞ্চলে এই গাছটিকে রেইনট্রি হিসেবে পরিচয় দেয়া হয়েছে। তবে এর গ্রাম্য ভাষায় এর আসল নাম হয়েছে কড়ই গাছ।