এই জ্যামের শহরে দ্রুতগতির একমাত্র পরিবহন হচ্ছে মেট্রো রেল।

in #blog2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000043690.jpg

বাংলাদেশের রাজধানী ঢাকার দ্রুতগামী গণপরিবহন হলো মেট্রোরেল। এই মেট্রোরেল ২০২২ সালের ২৮ শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এই মেট্রো রেলের মাধ্যমে আপনি খুব দ্রুত ঢাকার একই স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারবেন, যার ফলে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। এই ঢাকা শহরে একই স্থান থেকে অন্য স্থানে যথাসময়ে যেতে জ্যামের কারণে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু যদি আপনি এই মেট্রোরেল ব্যবহার করেন তাহলে খুবই দ্রুত কম সময়ে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। আপনি যদি কখনো মেট্রোরেলে প্রবেশ করেন তাহলে সেখানে আপনি অনেক ধরনের নিয়ম-কানুন দেখতে পাবেন, যদিও বেশ কিছু নিয়ম অনেকে পালন করেন না। প্রথম অবস্থায় যারা মেট্রোরেলে প্রবেশ করবেন তারা ভিতরে ঢোকার সাথে সাথে বুঝে উঠতে পারবে না যে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন পথটি ধরা উচিত।

1000043689.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

বেশ কিছুদিন ধরে ঢাকা আগারগাও তে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অন্য কাজের ব্যস্ততার কারণে সেখানে যাওয়ার সময় করে উঠতে পারিনি, আজ একটু সময় বের করে সেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। উদ্দেশ্য ছিল মেট্রোরেল দিয়ে আমি আমার সেই গন্তব্যস্থলে চলে যাব, কারণ ঢাকা শহরের জ্যামের যা অবস্থা আমাকে পৌঁছতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই কোন কিছু না ভেবে মিরপুর ১০ থেকে আমি মেট্রোরেলে উঠে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পরি। এরপর সেখান থেকে টিকেট কেটে আমি লিফট সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে ট্রেনে জন্য অপেক্ষা করি। বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর অবশেষে ট্রেন চলে আসলো, কিন্তু ভিতরে প্রবেশ করার মত কোন অবস্থা ছিল না কারণ মানুষের অত্যন্ত ভিড় হয়েছে । কিছুতো করার নেই এটা দিয়ে তো যেতে হবে তাই বেশি কিছু না ভেবে চাপাচাপি করে ভিতরে প্রবেশ করে ফেললাম। দশ মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থলে আগারগাও তে পৌঁছে যাই, এটা খুবই কার্যকরী।