ট্র্যাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশের একটি প্রধান সমস্যা, যার কোন শেষ নেই।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
ঢাকা শহরে যানজট কোনদিন শেষ হবে না, এমন কোন দিন নেই যে দিনে কোনরকম যানজট দেখা যায় না। আমাদের দেশের প্রত্যেকটি মানুষই জানে ঢাকা শহরের জ্যাম কতটা ভয়াবহ। যখন আপনার দরকারি কোন কাজ থাকবে নির্দিষ্ট কোন সময় থাকবে সে সময়ের মধ্যে আপনি সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। যদি আপনি আপনার নির্দিষ্ট সময়ে থেকে ১ ও ২ ঘন্টা আগে রওনা দিতে পারেন তাহলে হয়তো জ্যাম পার করে আপনি পৌঁছাতে পারবেন, তাও সন্দেহ রয়ে যাবে। কিছুদিন আগে আমরা ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিলাম। আশা করছিলাম সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরতে পারব, কিন্তু পথিমধ্যে জ্যামের কোন শেষ নেই। এক জায়গা থেকে জ্যাম শেষ করে অন্য জায়গায় যেতে যেতে জ্যাম পড়ে যায়।
For work I use:
ডিভাইস |
I Phone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আপনি যখন আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী বাসা থেকে একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা হবেন তখন যানবাহনের এতটা জ্যাম আপনি সম্মুখীন করবেন যেটা আপনি কোনদিনও ভুলতে পারবেন না। যানজট হচ্ছে একটি প্রধান সমস্যা। আমরা ছোটবেলায় "Traffic Jam" এর একটি রচনা মুখস্থ করতাম, এটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসতো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ট্রাফিক জ্যামের মূল কারণ হচ্ছে বড় বড় বাসগুলো, এরা রাস্তায় পার্কিং করে এমনভাবে যেন পেছনের কোন গাড়ি যেন সামনের দিকে যেতে না পারে। আপনারা হয়তো ইতিমধ্যে অনলাইনে এমন এমন কিছু জ্যামের ছবি দেখেছেন যেখানে বাসগুলোকে আড়াআড়িভাবে পার্কিং করা হয়েছে, যেন পেছনের কোনো বাস সামনে এগিয়ে গিয়ে যাচ্ছি উঠিয়ে না নিতে পারে। তাদের এই খারাপ আচরণের কারণে পেছনের হাজার হাজার গাড়িগুলো জ্যামে পড়ে থাকে, এটি খুবই অসামাজিক কাজকর্ম।