কিছুদিন ধরে দিনে সূর্যের তাপ বেড়েই চলছে, আর রাতে শীতের ছোঁয়া।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গত দুই তিন দিন ধরে বেশ গরম পরছে, যদিও শীতের ছোঁয়া গায়ে মিশে যাচ্ছে। সূর্যের তাপ এতটা বেড়েছে যে এর গরম সহ্য করা খুবই মুশকিল হয়ে পড়ে। আমি গত পরশুদিন বড় ভাইয়ের সাথে বাহিরে বের হই। যদি আমরা গাড়িতে থাকার কারণে সূর্যের তাপ ঠিকমতো বুঝতে পারেনি কিন্তু যখনই গাড়ি থেকে নেমেছে আমার উপলব্ধি করতে পেরেছি যে তিনটা গরম করলেও রাতের অংশে ঠান্ডা পড়েছে। সাধারণত এখন রাতের শেষ অংশে ভালোই শীত শীত ভাব লাগে। বড় ভাইয়ের গাড়ির কিছু কাজ করানো বাকি ছিল সেগুলো সম্পন্ন করতে করতে সারাদিন ওখানেই কেটে যায়। এরপর দুপুরের খাবারের জন্য আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খাই। সেখান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
For work I use:
ডিভাইস |
I Phone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বাসায় এসে বিছানায় শুয়ে বিশ্রাম নিলাম। এরপর কিছু কাজ ছিল যেগুলো সম্পন্ন করা খুবই প্রয়োজন তা করে নিলাম। বাহিরে তাকিয়ে দেখি আকাশে থোকায় থোকায় মেঘ জমে আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলেই কি হবে, এই সূর্যের যে তাপ এটাও তো সহ্য করা লাগবে। যাই হোক দিনটা আমার কিভাবে কেটে যায়, এরপর আমি রাত পর্যন্ত বিছানায় শুয়ে ফোন টিপে কেটে দেই।