আমি প্রথমবারের মতো আকাশে তারার ছবি তুলেছি, যেটা স্মৃতির পাতায় রেখে দিব।

in #blog5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000040473.jpg

গতকাল এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর কেন যেন আকাশের দিকে তাকিয়ে দেখলাম হাজারো তারা জ্বলজ্বল করে উঠছে। এই মোমেন্টটা এত সুন্দর ছিল যা বলে বোঝানোর মত নয়। কিছু কিছু তারা খুব বেশি দেখা যাচ্ছিল কিছু কিছু তারা খুবই কম দেখা যাচ্ছিল। আমি মসজিদে থেকে বের হয়ে বেশ খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো স্পষ্টভাবে দেখিনি। গতকাল রাতে চাঁদও ছিল না আকাশে, শুধুমাত্র এই তারাগুলো দেখা যাচ্ছে না। আমি সিদ্ধান্ত নিলাম যে এই তারাগুলোর ছবি আমাকে ডিলিট করেই হোক তুলতে হবে। যেই ভাবা সেই কাজ, আমি মসজিদ থেকে বাড়ি ফিরে আমার ব্যাগ থেকে থেকে পোর্টেবল ট্রাইপড সঙ্গে করে নিয়ে বের হয়ে বাড়ির আঙিনায় চলে আসলাম, কিন্তু এখানে আকাশে তাকিয়ে দেখলাম কিছু কিছু ক্ষেত্রে পুরো আকাশ দেখা যাচ্ছে না পাশাপাশি গাছের কিছু অংশ ফ্রেমে চলে আসতেছে, যাইহোক আমি ছবি তোলার জন্য প্রস্তুতি শুরু করলাম।

1000040472.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

প্রাইভেট মাটিতে রেখে ফোনকে সেটআপ করলাম, এবং কিছু সেটিংস করে নিলাম। এখানে একটা কথা বলিনি আমরা যে জিনিসগুলোর ছবি তুলছিলাম এগুলো খুবই ধীরস্থির বস্তু। তাই এগুলোকে সময়ের মধ্য দিয়েই তুলতে হয়, সে ক্ষেত্রে সাটার স্পিড ৩০ সেকেন্ডেরও বেশি রাখতে হবে যত বেশি রাখতে পারেন তত ভালো, এরকম আরো কিছু নিয়ম আছে যেগুলো দূরত্বের গতিশীল বস্তুকে ক্যাপচার করার জন্য তোলা হয়। আমি গতকালের ছবি তুলে দেখতে পারি খুবই আনন্দিত।