প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য উপভোগ করতে পেরে খুবই আনন্দিত।

in #blog5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000029818.jpg

কিছুদিন আগে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তবে কোন অতিথি হিসেবে নয় বরং একজন ফটোগ্রাফার হিসেবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আমি বাসায় একটু বিশ্রাম নেই এরপর প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নিলাম। রাতে আমি ক্যামেরার ব্যাটারি চার্জের ব্যবস্থা করে রেখেছি যেন যাওয়ার সময় কোন ভুল না হয়। খুব সম্ভবত ৮:৩০ দিকে আমি বাসা থেকে বের হয়ে যাই। এখানে উপস্থিত হয়ে দেখলাম এখনো বাচ্চারা ঠিকমতো সবাই আসেনি, কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই চলে আসলো এবং আমরা সবাই একসাথে একটি পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পার্কে ঢুকতেই আমার মনটা আনন্দিত হয়ে উঠলো, কারণ পার্কের পরিবেশটা এত সুন্দর ছিল যা আমার চোখ জুড়িয়ে গিয়েছে। চারদিক এ পরিষ্কার বাতাস এবং ঠান্ডা আবহাওয়া আমাদের সকলকে খুবই আকৃষ্ট করেছে।

1000029822.jpg

বেশ কিছুক্ষণ পর আমরা বিশ্রামের জন্য কিছু সময় পাই, কারণ এখানে যারা আছে তারা সবাই ছোট ছোট বাচ্চা এবং তাদের সাথে তাদের বাবা-মা। তার হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে তাই আমাদেরকে কিছুটা সময় দেয়া হয়েছে বিশ্রামের জন্য। আমি এ হাতে ক্যামেরা নিয়ে একটু দূরে একটি খালি বেঞ্চ পাই সেখানে বসে বিশ্রাম নিচ্ছি। কিছুক্ষণ পর ফোনটা হাতে নেই আমি একটি সেলফি তুলে নিলাম। ছবি দেখার পরে নিজের কাছে এ কেমন যেন লাগছে। যাইহোক অনেকক্ষণ বিশ্রাম করার পর তারা আবার অনুষ্ঠান শুরু করতে লাগলেন। আমিও ব্যস্ত হয়ে গেলাম তাদের সকলের মাঝে।

1000029823.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

তবে পার্কের মধ্যে একটা জায়গা আছে যেটা আমার অনেক বেশি পছন্দের প্রথম দেখাতেই আমি সেই জায়গার সৌন্দর্য আকৃষ্ট হয়ে পড়ি। জায়গাটি হচ্ছে নদীর ঠিক পাশ দিয়ে অর্থাৎ রিভারভিউ সাইট দিয়ে। তারা পার্টিকে এমন ভাবে তৈরি করেছে যেন প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই যেন একসাথে উপভোগ করা যায়। আমরা যে সময় পার্কে উপস্থিত হয়েছি এই সময় কোন লোকজন সেখানে উপস্থিত ছিল না, কারণ যারা এখানে ঘুরতে আসে বিশেষ করে তারা বিকেলের দিকে ঘুরতে আসে। আর আমরা তো সকালের দিকে চলে এসেছি যার কারণে লোকজনের কোন দেখা নেই শুধু আমাদের প্রতিষ্ঠানের বাচ্চারা এবং তাদের বাবা মা। দিনটা আমার এতই ভালো কেটেছিল যা কখনো বোঝানো যাবে না।