Blog

in #blog6 months ago

বৃষ্টি মুখর দিন কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তাই সারা বছরই যেন বৃষ্টি থাকুক তবে মাঝে মাঝে একটু হলেও ভালো হয়। স্বাভাবিকভাবে আমরা সবাই কিন্তু বসে থাকি বৃষ্টি কখন আসবে কিন্তু এই বৃষ্টি যখন অতিরিক্ত হয় তখন আর কারো কাছে ভালো লাগে না এর কারণ হলো দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটে এজন্যই মূলত তবে আমার মনে হয় তীব্র গরমের তাপদাহে পুরানো থেকে এই বৃষ্টিটা অনেকটাই স্বস্তিদায়ক

ক্ষেত্র বিশেষে এটা কারো কারো জন্য অনেক বেশি কষ্টদায়ক সেটার একটা উদাহরণ আপনাদেরকে দেই আমাদের এলাকার পাশে একজনকে দেখলাম যে তার পরিবার নিয়ে একটা ভাঙা দালানকোঠার পুরনো ঘরে আশ্রম নিয়েছে কারণ তার বাড়িঘর সবকিছু পানিতে ডুবে গেছে এবং দূর জড়িত অবস্থা হওয়ার কারণে একদম নষ্ট হয়ে গেছে।

সীতার পরিবার নিয়ে বাইরে তাই খুঁজছে কিন্তু যেখানে আছে সেখানেও খুব খারাপ অবস্থা কারণ সেখানে যেহেতু মানুষজন থাকে না সে হিসেবে পুরো জায়গাটা নোংরা ময়লা তার পাশাপাশি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এই যে মানুষের জন্য জীবন এমন আরো অনেক মানুষ আছে যারা নিজেদের ঘরবাড়ি নেই কিন্তু বাইরে দিন যাপন করে তারা অনেক কষ্টে এবং ভোগান্তিতেই বর্ষাকালটা পার করছে।

কোন কিছু অতিরিক্ত ভালো নয় সেটার প্রমাণ হলো এই অতিরিক্ত কিছুর কারণে মানুষের ভোগান্তি আমি সবসময় অতিরিক্ত কোন কিছু কারণেই কিন্তু ভোগান্তির শিকার হয় আর এই ভোগান্তি শুধুমাত্র যে পানির কারণে তা ও নয় চারপাশের সব কিছুর অভাব দেখা দেয় এবং মহামারী রোগও কিন্তু বাসা বাঁধে সবার শরীরে

এজন্য প্রতিটা সিজনে মানুষকে সচেতন থাকা উচিত কারণ একেক রকম যেমন এই বর্ষাকালে ডেঙ্গু মহামারী দেখা দিবে এখন পর্যন্ত কত মানুষ যে ডেঙ্গু তাপমাত্রা হয়েছে তার কোন শেষ নেই শিশু থেকে শুরু করে বয়স্ক যারা আছেন সবাই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে হসপিটালের বেডে শুয়ে থাকে ডেঙ্গু রোগীগুলো জীবন এই যদি দেখা হয় তাহলে খুব বেশি খারাপ লাগে

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.