আমার নিজের লেখা কবিতা "অযত্নের ভালোবাসা"
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
তোমাকে চেয়েছি গভীর প্রাতে,
তুমি রইলে অন্য কারো হাতে।
চোখের জলে সাজালাম এই চেহারা,
তোমাকে না পেয়ে হয়তোবা আমি দিশেহারা।
আমাকে চেয়েছে কতজন মানুষ,
তাদের হৃদয় করিনি স্পর্শ।
চাইতে চাইতে হয়েছে ক্লান্ত,
প্রকৃতি দেয়নি সমান যত্ন।
যারা দু’জন দু’জনকে পায়,
প্রকৃতি কেন তাদেরও কাঁদায়?
বুকের ভেতর জমে থাকে ক্ষোভ,
পেতে না চাওয়া মানুষ গুলো কেমন লোক?
যত্ন তো পাইনি আমি পেয়েছি দুখ,
তবু অন্যের যত্ন নিতে ভালোবাসি খুব।
কারো মনে এনে দিতে সুখ,
এই আশায় থাকে আমার বুক।
হেলাল হাফিজের মতো থাকতে চাই একা,
তাই ভালোবাসি রাতে একাকী চাঁদ দেখা।
প্রকৃতি শোনে না মনের গান,
তবু হৃদয়ে জ্বলে আশা-প্রাণ।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তাও কেউ আসুক আমার জীবনে,
যার হাসিতেই বুঝতে পারবো জীবনের আসল মানে।