জুলাই বিপ্লব ২০২৪ নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ক্যালিগ্রাফি।।দ্বিতীয় পর্ব।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
জুলাই বিপ্লব ২০২৪ এর বিভিন্ন চিত্র ক্যালোগ্রাফির মাধ্যমে ফুটে তোলা হয়েছে। গত পর্বে আমরা তিনটি ক্যালোগ্রাফির বাস্তব চিত্র বর্ণনা করেছে। আজকের পর্বে আপনাদের সামনে আরো তিনটি ক্যালোগ্রাফির চিত্র বর্ণনা করবো।
প্রথম ছবি।।
কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেখা যায় পুলিশ প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের দস্যরা সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে। যখন আন্দোলনে সকল ছাত্র-ছাত্রী মাঠে নেবে আন্দোলন করছিল তখনই দেখা যায় আওয়ামী লীগের একদল বাহিনী লাঠি নিয়ে আমার দেশের মা বোনদের উপর নির্মম অত্যাচার শুরু করে। যেখানে আমাদের দেশে একজন নারীকে নির্যাতনের চায় ভয়াবহ শাস্তি দেওয়া হয়, সেখানে তারা উন্মুক্ত জায়গায় নারীদের গায়ে হাত তুলছে। এত করে অনেক নারী আহত হয়।
দ্বিতীয় ছবি।।
এই ছবিটাতে দেখা যাচ্ছে রক্তাক্ত একজন যুবকের লাশ নিয়ে যাচ্ছে রিক্সা চালক। এভাবেই অজন্তু হত্যাকান্ডের মাধ্যমে শহীদ হয়েছে হাজারো ছাত্র-জনতা। আর তাদের রক্তের বিনিময়ে এসেছে আমাদের এদেশে।
তৃতীয় ছবি।।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা,বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
যারা দেশের রক্ষক, সাধারণ জনতা তাদের কাছে নিরাপদে থাকার কথা, তারাই ছাত্রদেরকে মেরে ট্যাংকের উপর রেখে দিয়েছেন। সাধারণ মানুষ তাদের উপর থেকে আসতে হারিয়েছে। যেখানে তাদের দায়িত্ব আমাদেরকে রক্ষা করার, সেখানে তারাই আমাদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়।
আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!