নবীন বরণ ২০২৪ আয়োজন করে তিতুমীর কলেজ শাখার ইসলামী ছাত্রশিবির।।

in #blog14 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

৫ই ডিসেম্বর ২০২৪ সালে তিতুমীর কলেজের ইসলামী ছাত্রশিবির শাখা নবীন ছাত্রদের নিয়ে একটি নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে নবীন বরণ ছাড়া বিভিন্ন ধরনের কার্যকলাপ ছিল। শিক্ষা সফর, ক্যারিয়ার গাইড লাইন, গিফট, টি-শার্ট সহ নানা উপহার।

DSLR pixel by Riyan20241205_104257_🔥Portrait DSLR by Riyan.jpg

সকাল বেলা মহাখালী আমতলী থেকে আমরা বাসে ওঠার জন্য অবস্থান নেই। যখন বাসে ওঠার জন্য অবস্থা নিচ্ছিলাম, তখন হাসিনার আমলে মিছিল গুলোর কথা মনে পড়ছিল। ঠিক এভাবে এসে সময়মতো সবাই জড়ো হতাম। এবং নির্দিষ্ট সময় আমরা মিছিল নিয়ে বের হতাম। সময়মতো গাড়ি চলে আসে।

IMG20241205065645.jpg

IMG20241205062309.jpg

গাড়িতে করে প্রথমে আমরা একটি কমিউনিটি সেন্টারে যায়। সেখানে আমাদের নবীনবরণ করা হয়। রজনীগন্ধা ও গোলাপ ফুলের মাধ্যমে আমাদেরকে বরণ করে নেওয়া হয়।

IMG20241205121218.jpg

এরপর আমাদের আগামীর পথচলা কি রকম হবে, সমাজে আমাদেরকে কি রকম ভূমিকা পালন করতে হবে, সেই সকল বিষয়ে দিকনির্দেশনা দেয় দায়িত্বশীল ভাইয়েরা। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই। ভাইয়ের কথাগুলো খুবই গঠনমূলক ছিল। যা আমাদের পরবর্তী পথচলা কে আরো সহজ করে তুলবে।

IMG20241205120108_BURST001_COVER.jpg

IMG20241205100159.jpg

আলোচনা শেষে ভাই আমাদের প্রশ্ন করার সুযোগ করে দেয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, ও ছাত্রশিবির সম্পর্কে কোন ধারণা থাকলে সে সকল বিষয়ে প্রশ্ন করার সুযোগ আসে। আমিও ভাইদের কে একটি প্রশ্ন করি। আমার প্রশ্নের মূল কথা ছিল, আমাদের দেশে এতগুলো ইসলামী দল থাকা সত্ত্বেও কেন আমরা ইসলামী দলগুলো ক্ষমতা যেতে পারছি না। ভাই প্রশ্নের উত্তরটি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়।

IMG20241205120146.jpg

এরপর আমাদের জোহরের নামাজের সময় চলে আসে। আমরা সবাই জামাতের সাথে জোহরের নামাজ আদায় করি। আর এখানকার মসজিদটি খুবই সুন্দর ছিল।

IMG20241205123859.jpg

সর্বোপরি এই কমিউনিটি সেন্টারটি অনেক সুন্দর জাঁকজমক ভাবে সাজানো ছিল। এখানে আমরা একটি মডেল শহরের চিত্র দেখতে পাই। যেটি দেখে মনে হচ্ছিল যদি আমাদের শহরটা এরকম হয় তাহলে কতই না সুন্দর হবে।

IMG20241205094635.jpg

এখানকার অনুষ্ঠান শেষে আমরা শিক্ষা সফরের জন্য বের হয়ে পড়ি। আমাদের গন্তব্যস্থল ছিল জাতীয় উদ্যান। আমরা সেখানে যাই এবং দুপুরে খাওয়ার জন্য আমরা সবাই গোল হয়ে বসে পড়ি।

IMG20241205150211.jpg

IMG20241205150225.jpg

আমাদের দুপুরে খাবারটি ছিল খুবই চমৎকার একটি খাবার। আমাদের সবাইকে দেওয়া হয় মোরগ পোলাও সাথে ছিল ডিম। এছাড়াও সালাতের পরিমাণ অনেক বেশি ছিল। আর সবার জন্য ছিল একটি করে কমল পানীয় মৌজ।তৃপ্তি সহকারে আমরা সবাই খাবার খায়। খাবার খেয়ে সবাই অনেক খুশি হয়।

IMG20241205150540.jpg

IMG20241205150538.jpg

এরপর আমরা আসরের নামাজ পড়ে ঘুরতে বের হয়ে পড়ি। আমরা একটি টাওয়ারের উপর উঠি এবং সেখান থেকে যতদূর চোখ যাচ্ছিল ততদূর শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছিলাম।

IMG20241205154105.jpg

জাতীয় উদ্যান যেহেতু এটি । এখানে বিভিন্ন ধরনের গাছপালা ছিল। বলতে গেলে এখানে আসার পর মনে হচ্ছিল নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি। বাগানের বিভিন্ন ধরনের কাজ নিয়ে যাচ্ছিল আমাদেরকে প্রকৃতির মাঝে। বিকেলের দিকে বাগান থেকে ভেসে আসছিল পাখিদের বিভিন্ন ডাক।

IMG20241205155135.jpg

আমার কাছে একটি দৃশ্য খুবই ভালো লাগে সেটেছিল বাগানের মাঝে একটি সুন্দর রাস্তা। দুই পাশে ছেয়ে আছে রাস্তাটা পুরাই। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।

IMG20241205163542.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের কার্যকলাপ খুবই সুন্দর হয়। যারা প্রথমবার মতন আমাদের সাথে গিয়েছিল তারা সবাই সন্তুষ্ট। তারা মানুষের মাঝে রাজনীতির চেতনা ছড়িয়ে দিতে চায় না। তারা তাদের আইডলজির মাধ্যমে মানুষকে ইসলামের পথে আনতে চায়। আপনারা সকলে দোয়া করবেন, জীবনের শেষ পর্যন্ত যেন আমি এই কাফেলার সাথে থাকতে পারি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।