সরকারি চাকরি প্রত্যাশী মানুষেরা চাকরি পরীক্ষার জন্য ভিড় জমিয়েছে সরকারি বাঙলা কলেজে।।

in #blog9 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ শুক্রবার। ছুটির দিন। আর ছুটির দিনে স্কুল কলেজ সব বন্ধ থাকে। তবে আজ কোন এক কারণে বাংলা কলেজে দেখে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মানুষের উপচে পড়া ভিড়।

IMG20241213093800.jpg

আমার এক ফ্রেন্ডও সেখানে ছিল। সেখানে পরীক্ষা দিতে আসে। কিন্তু আগে থেকে আমাকে কিছু বলে না। তাই আমি জানতে পারি না বিষয়টি। তাকে যখন জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে। তখন সে বলল এখানে আজকে একটি চাকরি পরীক্ষা আছে।

IMG20241213092402.jpg

বাংলাদেশের চাকরির বাজার খুবই করুণ অবস্থা। লাখো লাখো শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। শিক্ষার্থীদের তুলনায় চাকরির বাজার খুবই করুন অবস্থা। যার কারণে দিন দিন আমাদের দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে।

IMG20241213092451.jpg

এখানে আমরা দেখতে পাই, সকল বয়সের মানুষ ছুটে এসেছে একটি সরকারি চাকরির জন্য। সবাই চায় চাকরির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে। তাই চাকরির বাজারে এত প্রতিযোগিতা।

IMG20241213093656.jpg

IMG20241213092537.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
মিরপুর১, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আমাদের দেশের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, একটা সরকারি চাকরি যেন সোনার হরিণ। আর যে সরকারি চাকরি পায়, আমাদের সমাজে তার কদর বেড়ে যায়। মানুষ জানতেও চায় না তার বেতন কত? মানুষ শুধু এটাই মানে সে একজন সরকারি চাকরিজীবী।

তবে আমার মতে সরকারি চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্ত হওয়া অনেক ভালো। কারণ বর্তমান বাজারে চাকরি পাওয়া অনেক কষ্ট। আর যে সময় সে চাকরির জন্য ছুটবে সে সময়ে সে যদি ভালো কোন উদ্যোগ তার কাজ নেয় তাহলে খুব তাড়াতাড়ি তার সফলতা ধরা দিবে।

ধন্যবাদ।।