শীতের ছুটি উপভোগ করতে ছুটে যাচ্ছি আপন নীড়ে।।

in #blogyesterday

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বাড়িতে যাওয়ার অনুভূতিটা কখনো প্রকাশ করা যায় না। যখনই বড় কোন ছুটির তালিকা আসে তখনই শুরু হয়, ক্যালেন্ডারের পাতা গুলা। প্রতিদিন ক্যালেন্ডারের দিকে তাকিয়ে হিসাব করতে থাকি ছুটির দিন কবে আসবে। লেখাপড়ার জন্য যেদিনই বাড়ি থেকে বের হয়ে এসেছি, সেদিন থেকে যেন বাড়ির এক অলিখিত মেহমানে পরিণত হয়েছি।

IMG20241217092244.jpg

শীতকালের ছুটি অন্যান্য ছুটির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। যার ফলে বাড়িতে যাওয়া হয় দীর্ঘ সময়ের জন্য। গতকাল ১৬ই ডিসেম্বর অনুষ্ঠান শেষ হয়। এরপরে ১৭ই ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত একটি দীর্ঘ বন্ধ দেওয়া হয়। এই বন্ধে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। তাদের ব্যতিক্রম আমি নই, আমিও অধীর আগ্রহ নিয়ে ছুটির জন্য অপেক্ষা করছিলাম। যখন কাল ছুটি দেওয়া হল, তখন আমি বাসের টিকিট কিনে নিলাম। আমি সব সময় যাতায়াত করি।

IMG20241217092255.jpg

আজ সকালে বাস ছাড়ার ৩০ মিনিট পূর্বে কাউন্টারে এসে বসেছিলাম। জ্যামের কারণে আজকে বাস আসতে ১৫ মিনিট দেরি করে। এরপর যখন বাস আসলো তখন বাসে উঠে পড়লাম।

IMG20241217100429.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
বাসে উঠার পরে, মনের মাঝে আনন্দ লাগতেছিল। কারণ অনেকদিন পর আবারো বাসায় যাচ্ছি। তাও আবার দীর্ঘ একটি বন্ধের ছুটিতে। এবার বাড়িতে বেশ কয়েকদিন থাকা হবে। ছুটি শেষ হলে আবারো ফিরে আসতে হবে এই দালানকোটার শহরে।

ধন্যবাদ।।