৩০০ ফিটের সেই ভাইরাল হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি

in #blog15 days ago (edited)

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বেশ কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম, পূর্বাচলের ৩০০ ফিটে। সেখানকার সবথেকে জনপ্রিয় খাবার ছিল হাঁসের মাংস। তো ঘুরতে এসেছি খাবার তো খেতেই হবে, তাই সবাই মিলে চিন্তা করলাম হাঁসের মাংস ও রুমালি রুটি খাব আজকে।

IMG20241101164721.jpg

৩০০ ফিটের রাস্তায় বহুৎ জ্যাম ছিল। কারণ বন্ধর দিনে অধিকাংশ মানুষ এখানে ঘুরতে আসে। রাস্তাটা ছিল খুবই সুন্দর,এই পূর্বাঞ্চলকে বলা হচ্ছে ভবিষ্যতের ঢাকা শহর। অর্থাৎ আগামী ঢাকা শহর ধরা হয় এই অঞ্চলটাকে। এখানে রাস্তাগুলো অনেক উন্নত কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়। যাইহোক মাথায় একটা জিনিসে ঘুরতেছিল, যে হাসের মাংস আরো রুটি খাব। রাস্তায় প্রচুর গাড়ি থাকার কারণে, গাড়ি পার্কিং এর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই একটা রেস্টুরেন্টের সামনে অনেক জায়গা আছে,সেখানেই আমাদের গাড়িটা পার্কিং করি। মূলত আমাদের ইচ্ছা ছিল শাকিলা আপার ভাইরাল হাঁসের মাংস খাওয়ার। কিন্তু যখন ওই রেস্টুরেন্টের সামনে গাড়ি রাখলাম, তখন তারা বলে বসলো, তাদের এখানে নাকি খেতে হবে। তো কি করার ছিল আর...?? কোন দিক না পেয়ে তাদের এখানে খাবার অর্ডার দেই। এবং আশপাশে জায়গাগুলো ঘুরে দেখতে থাকে।

IMG20241101192300.jpg

তাদের হোটেলের পরিবেশটা খুবই ভালো ছিল। সুন্দর লাইটিং করে মনোমুগ্ধকর করা ছিল। ১০ থেকে ১৫ মিনিট পর তারা আমাদের জন্য খাবার রেডি করে নিয়ে আসলো।

IMG20241101192418.jpg

IMG20241101192226.jpg

তাদের হাঁসের মাংসটা দেখলেই যেন লোভ লাগছিল। অনেক সুন্দর একটি ঘ্রাণ আসতে ছিল। এবং খাবারে মান খুব ভাল ছিল। আর রুমালি রুটি আগে কখনো খাওয়া হয় নাই। আজি প্রথম খেলাম।

IMG20241101200146.jpg

IMG20241101200150.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
৩০০ফিট, ঢাকা,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সর্বোপরি তাদের খাবারের মানটা অনেক ভাল ছিল। আমরা তাদের খাবারটা খেয়ে অনেক সন্তুষ্ট ছিলাম। এবং হোটেলে পরিবেশনে ভালো ছিল। যার কারণে থাকতো অনেক ভালো লাগছিল। আপনারাও চাইলে যাইতে পারেন সেখানে ঘুরতে এবং তাদের খাবারটা টেস্ট করে দেখতে পারেন।

ধন্যবাদ।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!